আশ্রয় কেন্দ্রে ২৪ লাখ মানুষকে নেয়া হয়েছে : প্রতিমন্ত্রী দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম প্রকাশিত: ৭:৩০ অপরাহ্ণ, মে ২০, ২০২০ অনলাইন ডেস্ক : ঘূর্ণিঝড় ‘আম্পান’ মোকাবিলায় জানমালের ক্ষয়ক্ষতি কমাতে ২৩ লাখ ৯০ হাজার ৩০৭ জন মানুষকে আশ্রয় কেন্দ্রে সরিয়ে নেয়া হয়েছে বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী এনামুর রহমান। বুধবার দুপুরে ঘূর্ণিঝড় ‘আম্ফান’ মোকাবেলায় সরকারের সবশেষে প্রস্তুতি নিয়ে ভার্চুয়াল সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান। প্রতিমন্ত্রী বলেন, ‘একটি লোককেও যেন ঝুঁকিপূর্ণ অবস্থানে ছেড়ে না আসা হয় আমরা সেই নির্দেশ দিয়েছি। লোকসংখ্যা বেড়ে যাওয়ায় আশ্রয় কেন্দ্রের সংখ্যা ১২ হাজার ৭৮টি থেকে বাড়িয়ে ১৪ হাজার ৩৩৬টি করা হয়েছে। এসব আশ্রয় কেন্দ্রে ২৩ লাখ ৯০ হাজার ৩০৭ জনকে নেয়া হয়েছে, এটাই সর্বোচ্চ সংখ্যক।’ তিনি বলেন, ‘১৪ হাজার ৩৩৬টি আশ্রয় কেন্দ্রে ৫৭ লাখ ১৩ হাজার ৬০৭ জন মানুষকে রাখা সম্ভব। সামাজিক দূরত্ব মানার কারণে এতে কম মানুষকে নেয়া হয়েছে। ৫ লাখ ১৭ হাজার ৪৩২টি গবাদিপশুকে নিরাপদ স্থানে সরিয়ে নেয়া হয়েছে।’ প্রতিমন্ত্রী বলেন, ‘যারা আশ্রয় কেন্দ্রে এসেছেন তাদের মাস্ক, হ্যান্ড স্যানিটাইজার সরবরাহ করা হয়েছে। জরুরি ওষুধসহ মেডিকেল টিম প্রস্তুত আছে। আশা করছি আমরা আম্ফান থেকে রক্ষায় সর্বোচ্চ সফলতা পাব।’ এর আগে ঘূর্ণিঝড় ফণির সময় ১৮ লাখ ও বুলবুলের সময় ২২ লাখ মানুষকে আশ্রয় কেন্দ্রে নেয়া হয়েছিল বলেও জানান তিনি। Share this:FacebookX Related posts: নদী দখল করে গড়ে ওঠা ধর্মীয় স্থাপনা স্থানান্তর করা হবে: প্রতিমন্ত্রী মুজিব বর্ষে ১০০ সার্ভিসে ১০ কোটি মানুষ সুবিধা পাবে: প্রতিমন্ত্রী আম্পানে ১১০০ কোটি টাকা ক্ষতি: প্রতিমন্ত্রী ধর্ম প্রতিমন্ত্রী করোনা পজিটিভ ছিলেন করোনামুক্ত হলেন পানিসম্পদ প্রতিমন্ত্রী ইউএনও’র ওপর কারা হামলা করেছে দ্রুত জানা যাবে: প্রতিমন্ত্রী ফতুল্লায় তিতাসের কর্মরতরা দায়িত্ব পালন করেনি: প্রতিমন্ত্রী ‘খিচুড়ি রান্না’ নিয়ে এতো হৈচৈ করার কিছু নেই: প্রতিমন্ত্রী টিকা নিলেন আইসিটি প্রতিমন্ত্রী পলক বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদনে সহযোগিতা করবে সরকার তীব্র বাতাসে বাংলাদেশের দিকে নিম্নচাপ, মোংলা থেকে ৫৬০ কিমি দূরে প্যারেডে অংশ নিতে ভারতে বাংলাদেশ সেনাবাহিনীর একটি দল SHARES Matched Content জাতীয় বিষয়: ২৪ লাখ মানুষকে নেয়া হয়েছেআশ্রয় কেন্দ্রেপ্রতিমন্ত্রী