আম্পানে ১১০০ কোটি টাকা ক্ষতি: প্রতিমন্ত্রী দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম প্রকাশিত: ১২:০৯ অপরাহ্ণ, মে ২২, ২০২০ অনলাইন ডেস্ক : ঘূর্ণিঝড় আম্পানে প্রাথমিক হিসেবে বাংলাদেশের ১১০০ কোটি টাকা ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. মো. এনামুর রহমান। তিনি বলেন, ‘প্রায় এক হাজার ১০০ কোটি টাকার প্রাথমিক হিসাব আমরা পেয়েছি। মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়, পানিসম্পদ মন্ত্রণালয়, স্থানীয় সরকার বিভাগ ও কৃষি মন্ত্রণালয় আমদের ক্ষয়ক্ষতির হিসাব দিয়েছে। অন্য যারা আছেন তারা রিপোর্ট দিয়েছেন তারা তেমন কোনো ক্ষয়ক্ষতির বিবরণ দেয়নি।’ ঘূর্ণিঝড় ‘আম্পান’ পরবর্তী সার্বিক বিষয় নিয়ে বৃহস্পতিবার বিকালে অনলাইন সংবাদ সম্মেলনে প্রতিমন্ত্রী এসব কথা বলেন। বুধবার (২০ মে) বিকালে অতি প্রবল ঘূর্ণিঝড় আম্পান পশ্চিমবঙ্গ উপকূলে আঘাত হানার পর স্থলভাগে উঠে আসে। সন্ধ্যারাত থেকে বাংলাদেশের উপকূলেও শুরু হয় আম্পানের তাণ্ডব। এটি সারারাত এটি ঘূর্ণিঝড় রূপে থেকেই দেশের দক্ষিণ-দক্ষিণ-পশ্চিমাঞ্চলে তাণ্ডব চালিয়েছে। সারারাত তাণ্ডব চালানোর পর বৃহস্পতিবার (২১ মে) সকাল সাড়ে ৭টার পর শক্তি ক্ষয়ে স্থল নিম্নচাপে পরিণত হয়। ওই সময় স্থল নিম্নচাপ হিসেবে রাজশাহীতে অবস্থান করছিল আম্পান। সকালেই মোংলা, পায়রা ও চট্টগ্রাম সমুদ্রবন্দরকে মহাবিপদ সংকেত নামিয়ে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলে বাংলাদেশ আবহাওয়া অধিদফতর। Share this:FacebookX Related posts: নদী দখল করে গড়ে ওঠা ধর্মীয় স্থাপনা স্থানান্তর করা হবে: প্রতিমন্ত্রী মুজিব বর্ষে ১০০ সার্ভিসে ১০ কোটি মানুষ সুবিধা পাবে: প্রতিমন্ত্রী আশ্রয় কেন্দ্রে ২৪ লাখ মানুষকে নেয়া হয়েছে : প্রতিমন্ত্রী আম্পানে সারাদেশে মৃত্যু ১৬: স্বাস্থ্য অধিদফতর ধর্ম প্রতিমন্ত্রী করোনা পজিটিভ ছিলেন করোনামুক্ত হলেন পানিসম্পদ প্রতিমন্ত্রী ইউএনও’র ওপর কারা হামলা করেছে দ্রুত জানা যাবে: প্রতিমন্ত্রী ফতুল্লায় তিতাসের কর্মরতরা দায়িত্ব পালন করেনি: প্রতিমন্ত্রী ‘খিচুড়ি রান্না’ নিয়ে এতো হৈচৈ করার কিছু নেই: প্রতিমন্ত্রী টিকা নিলেন আইসিটি প্রতিমন্ত্রী পলক রমজানে ঘরেই তারাবি পড়ুন: প্রধানমন্ত্রী পৃথিবী রক্ষায় বিনিয়োগে টেকসই ভবিষ্যতের প্রতি মনোযোগী হতে হবে SHARES Matched Content জাতীয় বিষয়: ১১০০ কোটি টাকা ক্ষতিআম্পানেপ্রতিমন্ত্রী