দুই বছরের সুরক্ষা দেবে মডার্নার টিকা দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম প্রকাশিত: ৪:২২ অপরাহ্ণ, জানুয়ারি ৮, ২০২১ WASHINGTON, DC – JANUARY 06: Pro-Trump supporters storm the U.S. Capitol following a rally with President Donald Trump on January 6, 2021 in Washington, DC. Trump supporters gathered in the nation’s capital today to protest the ratification of President-elect Joe Biden’s Electoral College victory over President Trump in the 2020 election. Samuel Corum/Getty Images/AFP == FOR NEWSPAPERS, INTERNET, TELCOS & TELEVISION USE ONLY == নিউজ ডেস্কঃ মার্কিন কোম্পানি মডার্নার তৈরি করোনাভাইরাস টিকা মানবদেহে অন্তত দু’বছর পর্যন্ত কোভিড প্রতিরোধী ক্ষমতা গড়ে তুলতে পারে। মডার্নার টিকা নেয়ার পর মানবদেহে পার্শ্বপ্রতিক্রিয়া দেখা গেলেও বৃহস্পতিবার এই দাবি করলেন ওই সংস্থার সিইও স্টিফেন বানসেল। যদিও এ সম্পর্কে পুরোপুরি নিশ্চিত হতে যে আরও তথ্যের প্রয়োজন, তা-ও স্বীকার করে নিয়েছেন তিনি। খবর রয়টার্সের স্টিফেন বলেন, ‘গত বছর সংবাদ মাধ্যমে বলা হয়েছিল যে করোনার টিকা কার্যকারিতা মাত্র এক বা দু’মাসের হবে। তবে আমার মনে হয়, টিকার ক্ষমতা এতটা স্বল্পস্থায়ী হওয়ার কথাই নয়।’ যদিও কোন তথ্যের ভিত্তিতে স্টেফান এই দাবি করেছেন, তা খোলসা করেননি তিনি। যুক্তরাষ্ট্র, ব্রিটেনের পর বুধবার ইউরোপীয় ইউনিয়নে টিকায় ছাড়পত্র পেয়েছে মর্ডানা। যুক্তরাষ্ট্রে ফাইজার ছাড়াও তাদের কোভিড টিকা নেওয়ার পর বহু মানুষের শরীরে পার্শ্বপ্রতিক্রিয়া দেখা দিয়েছে। স্টিফানের জানান, ‘মানবদেহে এই ভ্যাকসিন প্রবেশের পর অ্যান্টিবডির মাধ্যমে যে ক্ষয় দেখা দেয়, তা ধীরে ধীরে চলে যাবে। আমরা মনে করি অ্যান্টিবডির প্রতিরোধক ক্ষমতা দু’বছর পর্যন্ত স্থায়ী হতে পারে।’ স্টিফানের মতে, শুধুমাত্র যুক্তরাষ্ট্রেই নয়, ব্রিটেন এবং দক্ষিণ আফ্রিকায় করোনার নতুন স্ট্রেনের বিরুদ্ধেও তাদের সংস্থার তৈরি টিকা সমান কার্যকরী। এ বিষয়ে মডার্না শিগগিরই নির্দিষ্ট প্রমাণ দেবে বলেও জানিয়েছেন তিনি। স্ফাইন জানিয়েছেন, বিশ্বের বিভিন্ন দেশ থেকে ৫০ কোটি ডোজের বরাত পেয়েছে মডার্না। সংস্থার দাবি, কোভিড-১৯ ঠেকাতে তাদের টিকা ৯৪.১ শতাংশ কার্যকর। Share this:FacebookX Related posts: ফেসবুক হ্যাকড হলে সহায়তা দেবে সরকার মহীসোপানের নতুন সীমা সুনীল অর্থনীতির নতুন সুযোগ এনে দেবে ভাস্কর্য ভাঙার দাঁত ভাঙা জবাব দেবে যুবলীগ : নিক্সন চৌধুরী টিকা চেয়েছে হাঙ্গেরি, ৫০০০ ডোজ দেবে বাংলাদেশ আইজিপি হচ্ছেন বেনজীর আহমেদ বুড়িগঙ্গা সেতু ঝুঁকিপূর্ণ ঘোষণা ৩৮তম বিসিএসের ফল প্রকাশ: নিয়োগ পাচ্ছেন ২২০৪ জন ক্যাডার বাংলাদেশে আবিষ্কার করোনার টিকা ৬ মাসের মধ্যে বাজারে আনার আশা যেখানে চিরনিদ্রায় শায়িত হলেন আল্লামা শফী করোনায় মৃত্যুর মিছিলে আরও ৩২ জন ‘উচ্ছেদ অভিযান দখলদারদের বিরুদ্ধে কোনো ব্যক্তির নয়’ ২০২৫ সালের মধ্যেই সব অবৈধ ইটভাটা বন্ধ হয়ে যাবে SHARES Matched Content জাতীয় বিষয়: দুই বছরেরদেবেমডার্নার টিকাসুরক্ষা