ভাস্কর্য ভাঙার দাঁত ভাঙা জবাব দেবে যুবলীগ : নিক্সন চৌধুরী দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম প্রকাশিত: ৪:৩৩ অপরাহ্ণ, জানুয়ারি ৩, ২০২১ নিজস্ব প্রতিবেদক : যুবলীগের প্রেসিডিয়াম সদস্য মুজিবুর রহমান নিক্সন চৌধুরী বলেছেন, যুবলীগ হবে মুক্তিযুদ্ধের স্বপেক্ষের শক্তি। কোন অনুপ্রবেশকারী যুবলীগে যোগ দিতে পারবে না। যারা বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙার কথা বলে তাদের দাঁত ভাঙা জবাব দেবে যুবলীগ। যুবলীগ হবে পাকিস্তানি শত্রুদের বিপক্ষে রুখে দাঁড়ানোর জন্য, আইএসআইয়ের বিরুদ্ধে দাঁড়ানোর জন্য। যুবলীগ চাঁদাবাজি করার জন্য হবে না। শনিবার সন্ধ্যায় লক্ষ্মীপুর শহরের তমিজউদ্দিন ঈদগাহ মাঠে জেলা যুবলীগের আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানের বিশেষ অতিথির বক্তব্যে ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য নিক্সন চৌধুরী এ সব কথা বলেন। এ সময় কেন্দ্রীয় যুবলীগের প্রেসিডিয়াম সদস্য হাবিবুর রহমান পবন, মোয়াজ্জেম হোসেন, তাজবিরুল হক অনু, উপ-পরিবেশ বিষয়ক সম্পাদক সামছুল ইসলাম পাটওয়ারীসহ ১০ যুবলীগ কেন্দ্রিয় নেতাকে সংবর্ধনা দেয়া হয়। সংবর্ধিত অতিথিগণ কেন্দ্রিয় যুবলীগের লক্ষ্মীপুর জেলার কৃতি সন্তান। যুবলীগ প্রেসিডিয়াম সদস্য নিক্সন চৌধুরী আরও বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সিদ্ধান্তের বাইরে কোন সিদ্ধান্ত নেই। প্রধানমন্ত্রী যাকে সম্মান দেবেন তিনি সম্মানিত হবে। প্রধানমন্ত্রী যাকে নেতা বানাবেন তিনিই নেতা হবেন। শেখ হাসিনার বাইরে কারো ক্ষমতা নেই। আমরা যতই ক্ষমতা দেখায়, যতই সাহস দেখায় সব শেখ হাসিনার সাহস। প্রধানমন্ত্রীর বাইরে কারও সাহস নেই, তাঁর পরে কোন নেতা নেই। শেখ হাসিনা থাকলেই আপনারা থাকবেন। আর শেখ হাসিনা না থাকলে বিএনপি-জামায়াতের অত্যাচার আবার শুরু হবে। তিনি তাদেরকে বিগত দিনে বিএনপি জামায়েত নির্যাতনের কথা স্মরণ করিয়ে দেন। জেলা যুবলীগের সভাপতি একেএম সালাহ উদ্দিন টিপুর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আব্দুল্যা আল নোমানের সঞ্চালনায় এতে প্রধান অতিথি ছিলেন, কেন্দ্রীয় আওয়ামী লীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক হারুনুর রশিদ। তিনি বলেন, যুবলীগের অনেক বদনাম আছে। পেছনের দিকে তাকালে চলবেনা। মনে রাখতে হবে জামায়াত বিএনপি দেশের ভেতরে ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। আগামীতে জননেত্রী শেখ হাসিনার নির্দেশ যা দেবেন। তা অক্ষরে অক্ষরে পালন করতে হবে। এর বাইরে গেলে কারোর অস্থিত্য থাকবেনা। তবে বাংলাদেশ নিরাপদ থাকবে। মানুষ শান্তিতে থাকবে। এতে বিশেষ অতিথি ছিলেন, জেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম ফারুক পিংকু, সাধারণ সম্পাদক নুর উদ্দিন চৌধুরী নয়ন, জেলা পরিষদের চেয়ারম্যান মো. শাহজাহান, লক্ষ্মীপুর পৌরসভার মেয়র আবু তাহের, যুবলীগের প্রেসিডিয়াম সদস্য মোয়াজ্জেম হোসেন, তাজউদ্দিন আহমেদ ও ঢাকা মহানগর উত্তর যুবলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক তাসভীরুল হক অনু, কেন্দ্রিয় যুবলীগ নেতা সামছুল ইসলাম পাটোয়ারী, সৈয়দা সানজিদা শারমীন, এ্যাডভোকেট জয়নাল আরেদিন রিগ্যান, ইঞ্জিনিয়ার মুক্তার হোসেন, মোয়াজ্জেম হোসেন, এবিএম ফরিদ উদ্দিন জীবন, আশফাক আহমেদ চৌধুরী, জহিরুল আমিন জহির। এ সময় জেলা সদর, রায়পুর, রামগঞ্জ, রামগতি ও কমলনগর উপজেলা থেকে আগত বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন। Share this:FacebookX Related posts: বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙার ঘটনায় তীব্র নিন্দা সংসদীয় কমিটির ফেসবুক হ্যাকড হলে সহায়তা দেবে সরকার মহীসোপানের নতুন সীমা সুনীল অর্থনীতির নতুন সুযোগ এনে দেবে টিকা চেয়েছে হাঙ্গেরি, ৫০০০ ডোজ দেবে বাংলাদেশ মালয়েশিয়া শ্রমবাজারে ১০ ব্যক্তির সিন্ডিকেট ভাঙার দাবি আইজিপি হচ্ছেন বেনজীর আহমেদ বুড়িগঙ্গা সেতু ঝুঁকিপূর্ণ ঘোষণা ৩৮তম বিসিএসের ফল প্রকাশ: নিয়োগ পাচ্ছেন ২২০৪ জন ক্যাডার বাংলাদেশে আবিষ্কার করোনার টিকা ৬ মাসের মধ্যে বাজারে আনার আশা যেখানে চিরনিদ্রায় শায়িত হলেন আল্লামা শফী করোনায় মৃত্যুর মিছিলে আরও ৩২ জন ‘উচ্ছেদ অভিযান দখলদারদের বিরুদ্ধে কোনো ব্যক্তির নয়’ SHARES Matched Content জাতীয় বিষয়: জবাবদাঁত ভাঙাদেবেনিক্সন চৌধুরীভাঙারভাস্কর্যযুবলীগ