গণমাধ্যমকর্মীদের বিরুদ্ধে কোনো মামলা হলে আমি হস্তক্ষেপ করি : তথ্যমন্ত্রী

প্রকাশিত: ৪:১৯ অপরাহ্ণ, জানুয়ারি ৮, ২০২১

নিউজ ডেস্কঃ তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, ‘গণমাধ্যমকর্মীদের বিরুদ্ধে কোনো মামলা হলে আমি হস্তক্ষেপ করি। অহেতুক যদি কোনো গণমাধ্যম কর্মীর বিরুদ্ধে মামলা বা হয়রানি হয়, সেখানে আমি সরাসরি হস্তক্ষেপ করি ও করব।’

শুক্রবার জুমার নামাজের আগে রংপুর সার্কিট হাউসে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

বাংলাদেশকে ভারতের ভ্যাকসিন দেয়া প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে মন্ত্রী বলেন, আমরা ভ্যাকসিন পাব এবং সময়মতো পাব। কিন্তু এটি নিয়ে একটি মহল গুজব ছড়াচ্ছে। গুজবে কান না দেয়ার জন্য দেশবাসীকে আহ্বান জানান তিনি।

ওই সময় রংপুর জেলা আওয়ামী লীগের সভাপতি মমতাজ উদ্দিন, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট রেজাউল করিম রাজুসহ আওয়ামী লীগ নেতারা এবং জেলা প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বিকেলে মন্ত্রী বাংলাদেশ টেলিভিশন রংপুরের আঞ্চলিক কেন্দ্র, রংপুর বেতার কেন্দ্র পরিদর্শন করে আওয়ামী লীগের সাথে মতবিনিময় সভায় বক্তব্য রাখবেন।