ঢামেক হাসপাতালে আগুন নিয়ন্ত্রণে

প্রকাশিত: ৬:২৬ অপরাহ্ণ, জানুয়ারি ৭, ২০২১

নিউজ ডেস্কঃ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেক) অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার বেলা পৌনে ২টার দিকে হঠাৎ হাসপাতালের চতুর্থ তলায় আগুন ছড়িয়ে যায়। প্রায় এক ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণ করে ফায়ার সার্ভিসের কর্মীরা।

ঢামেক সূত্রে জানা গেছে, ঢাকা মেডিকেলের পুরাতনের ভবনের চতুর্থ তলায় আগুন লাগার সঙ্গে সঙ্গে চারদিকে আতঙ্ক ছড়িয়ে যায়। এসময় রোগী ও তাদের স্বজনরা হাতপাতাল থেকে দ্রুত নিরাপদ স্থানে আশ্রয় নেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, সিগারেটের ধোঁয়া থেকে ওই অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে। তবে ক্ষয়ক্ষতির বিষয়ে এখনও জানা যায়নি।

ফায়ার সার্ভিসের কর্মীরা জানান, খবর পেয়ে তিনটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে ছুটে যায়। প্রায় এক ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণ করে।

শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মামুন অর রশীদ জানান, ফায়ার সার্ভিসের আগুন নিয়ন্ত্রণে করেছে। এ সময় পুলিশও শৃঙ্খলার দায়িত্ব পালন করেছে।