করোনায় আক্রান্ত মেয়র আতিক; স্ত্রী সহ ভর্তি হলেন হাসপাতালে দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম প্রকাশিত: ১০:৫১ অপরাহ্ণ, অক্টোবর ১৩, ২০২০ অনলাইন ডেস্ক : করোনায় আক্রান্ত ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র মো. আতিকুল ইসলাম ও তার সহধর্মিণী ডা. শায়লা সাগুফতা ইসলাম হাসপাতালে ভর্তি হয়েছেন। শারীরিক অবস্থার অবনতি হওয়ায় মঙ্গলবার বিকেলে সস্ত্রীক হাসপাতালে ভর্তি হন মেয়র আতিক। একই সঙ্গে মেয়র আতিকের একান্ত ব্যক্তিগত সহকারী এপিএস-২ রিশাদ মোর্শেদকেও হাসপাতালে ভর্তি করা হয়েছে। উত্তর সিটির জনসংযোগ কর্মকর্তা এ এস এম মামুন সোমবার গণমাধ্যমকে জানান, অসুস্থ বোধ করায় রোববার সকালে পরীক্ষার জন্য নমুনা দিয়েছিলেন মেয়র ও তার স্ত্রী। রাতে ফলাফলে দুজনেরই করোনাভাইরাস ‘পজিটিভ’ আসে। মামুন বলেন, মেয়রের সামান্য উপসর্গ আছে। শারীরিকভাবে তিনি সুস্থ আছেন। রোগমুক্তির জন্য তারা নগরবাসীর কাছে দোয়া চেয়েছেন। এদিকে উত্তর সিটি করপোরেশনের প্রধান নিবার্হী কর্মকর্তা মো. সেলিম রেজা, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল ডা. মো. জোবাইদুর রহমান, প্রধান সম্পত্তি কর্মকর্তা মো. মোজাম্মেল হক, মেয়রের এপিএস-২ রিশাদ মোর্শেদ, অঞ্চল-৬ এর আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা সাজিয়া আফরিন, অঞ্চল-৮ এর নির্বাহী কর্মকর্তা মো. আবেদ আলী এবং অঞ্চল-১ এর সহকারী নির্বাহী প্রকৌশলী এবং কার্য সহকারীও করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন বলে জানান মামুন। বিজিএমইএর সাবেক সভাপতি আতিকুল ইসলাম ২০১৯ সালের ২৮ ফেব্রুয়ারি ঢাকা উত্তর সিটি করপোরেশনের উপ-নির্বাচনে মেয়র নির্বাচিত হন। এরপর চলতি বছরের ১ ফেব্রুয়ারিতে তিনি পুনর্নির্বাচিত হন। Share this:FacebookX Related posts: বন্দিদের সঙ্গে পরিবারের সাক্ষাৎ মাসে একবার, জ্বর হলেই হাসপাতালে একদিনে সর্বোচ্চ ২৩৯ পুলিশ সদস্য করোনায় আক্রান্ত পুলিশের আরও ৯৫ জন করোনায় আক্রান্ত, মোট ১২৮৫ ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত আরও ১৪৪ পুলিশ, মোট ১৪২৯ করোনায় আক্রান্ত পুলিশ সদস্যদের সুচিকিৎসা নিশ্চিত করতে আইজিপির নির্দেশ আরও ১৬২ পুলিশ সদস্য করোনায় আক্রান্ত ২৪ ঘণ্টায় আরো ১৯৮ পুলিশ করোনায় আক্রান্ত মোহাম্মদ নাসিম করোনায় আক্রান্ত বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি করোনায় আক্রান্ত ইতালিতে ফিরে যাওয়া ১৫০ বাংলাদেশি করোনায় আক্রান্ত ঢাকার ৪৫ শতাংশ মানুষ করোনায় আক্রান্ত প্রধানমন্ত্রীর ব্যক্তিগত চিকিৎসক করোনায় আক্রান্ত SHARES Matched Content জাতীয় বিষয়: করোনায় আক্রান্তভর্তি হলেনমেয়র আতিকস্ত্রী সহহাসপাতালে