৪র্থ দফায় ৫৬ পৌরসভায় নির্বাচন ১৪ ফেব্রুয়ারি দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম প্রকাশিত: ১১:৩১ অপরাহ্ণ, জানুয়ারি ৩, ২০২১ নিজস্ব প্রতিবেদক : দেশের তিন শতাধিক পৌরসভার মধ্যে চতুর্থ ধাপে ৫৬টিতে ভোট হবে আগামী ১৪ ফেব্রুয়ারি। রোববার ইসির সিনিয়র সচিব মো. আলমগীর এ তফসিল ঘোষণা করেন। ঘোষিত তফসিল অনুযায়ী, রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়নপত্র দাখিল শুরু হবে ১৭ জানুয়ারি। বাছাই ১৯ জানুয়ারি। প্রত্যাহারের শেষ সময় ২৬ জানুয়ারি। ইসি সচিব বলেন, কমিশনের অনুমোদনের পর সোমবার এই তফসিল দেয়া হয়েছে। ৬৪টি পৌরসভার সবগুলোতেই ব্যালট পেপারে হবে ভোট হবে। করোনাভাইরাস মহামারীর মধ্যে এবার চার ধাপে পৌর নির্বাচন করতে চায় কমিশন। তার মধ্যে চার ধাপে ২০৬টি পৌরসভার তফসিল হল। এর আগে প্রথম ধাপের তফসিলের ২৫টি পৌরসভায় ইভিএমে ভোট হবে ২৮ ডিসেম্বর। দ্বিতীয় ধাপের ৬১ পৌরসভায় নির্বাচন হবে ১৬ জানুয়ারি। আর তৃতীয় ধাপে ৬৪টি পৌরসভায় ৩০ জানুয়ারি নির্বাচন অনুষ্ঠিত হবে। দেশে মোট পৌরসভা রয়েছে ৩২৯টি। আইন অনুযায়ী, মেয়াদ শেষের আগের ৯০ দিনের মধ্যে স্থানীয় সরকারের এ প্রতিষ্ঠানে ভোট করতে হয়। স্থানীয় সরকার আইন সংশোধনের পর ২০১৫ সালে প্রথম দলীয় প্রতীকে ভোট হয় পৌরসভায়। সেবার ২০টি দল নির্বাচনে অংশ নেয়। Share this:FacebookX Related posts: নির্বাচনই সরকার বিদায়ের একমাত্র পথ : তথ্যমন্ত্রী ঢাকা দক্ষিণে সাত মেয়র প্রার্থীই বৈধ ঢাকা সিটি করপোরেশন নির্বাচন: জয়ের ব্যাপারে আশাবাদী আ’লীগ প্রার্থীরা গাইবান্ধা-৩, বাগেরহাট-৪, ঢাকা-১০ আসনের উপনির্বাচন ২১ মার্চ চট্টগ্রাম সিটি-যশোর-বগুড়ায় ভোট ২৯ মার্চ পাবনা-৪ সংসদীয় আসন শূন্য ঘোষণা মোহাম্মদ নাসিমের আসন শূন্য ঘোষণা ৩টি আসনের উপনির্বাচনের তারিখ ঘোষণা চট্টগ্রামের ১১ ইউনিয়ন পরিষদে নির্বাচন মঙ্গলবার স্বতন্ত্র প্রার্থী আগামীতে নৌকার মনোনয়ন পাবেন না: ওবায়দুল কাদের ইভিএম এ কারচুপির সুযোগ নাই, আস্থা রাখুন : সিইসি পঞ্চম ধাপে নৌকার প্রার্থী হলেন যারা SHARES Matched Content জাতীয় বিষয়: ১৪ ফেব্রুয়ারি৪র্থ দফায়৫৬ পৌরসভায়নির্বাচন