ঢাকা দক্ষিণে সাত মেয়র প্রার্থীই বৈধ দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম প্রকাশিত: ৩:৫৬ অপরাহ্ণ, জানুয়ারি ২, ২০২০ স্টাফ রিপোর্টার : ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) নির্বাচনে মেয়র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দেয়া সাতজনই বৈধ প্রার্থী। বৃহস্পতিবার (২ জানুয়ারি) মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে রিটার্নিং কর্মকর্তা আবদুল বাতেন তাদের মনোনয়নপত্রে বৈধ ঘোষণা করেন। ঢাকা দক্ষিণের গোপীবাগে ৮ নন্বর ওয়ার্ড কমিউনিটি সেন্টারে বৃহস্পতিবার ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মনোনয়নপত্র যাচাই-বাছাই করা হয়। মেয়র প্রার্থীদের নাম ঘোষণা করার পর কাউন্সিলর ও সংরক্ষিত নারী আসনের প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই-বাছাই করা হয়। ঢাকার দুই সিটি কর্পোরেশনে মেয়র, কাউন্সিলর ও সংরক্ষিত নারী আসনে প্রতিদ্বন্দ্বিতার জন্য ১ হাজার ৩৯ জন মনোনয়নপত্র জমা দিয়েছেন। তাদের মধ্যে দুই সিটিতে মেয়র প্রার্থী রয়েছেন ১৪ জন। বাকি তিন পদে দুই সিটিতে মনোনয়নপত্র তুলেছিলেন ২ হাজার ২৬০ জন। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে মেয়র পদে বৈধ প্রার্থী হলেন- আওয়ামী লীগের শেখ ফজলে নূর তাপস, বিএনপির ইশরাক হোসেন, জাতীয় পার্টির হাজী মোহাম্মদ সাইফুদ্দিন, ইসলামী আন্দোলনের মো. আবদুর রহমান, এনপিপির বাহরানে সুলতান বাহার, বাংলাদেশ কংগ্রেসের মো. আকতার উজ্জামান ওরফে আয়াতুল্লা ও গণফ্রন্টের আব্দুস সামাদ সুজন। নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী ঢাকার দুই সিটিতে ৩০ জানুয়ারি সিটি কর্পোরেশন নির্বাচন অনুষ্ঠিত হবে। এর আগে নির্বাচনে প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ৯ জানুয়ারি এবং প্রতীক বরাদ্দ হবে ১০ জানুয়ারি। এছাড়া কোনো প্রার্থী অবৈধ ঘোষিত হলে রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে ৫ জানুয়ারি পর্যন্ত আপিল করতে পারবেন। আপিল কর্তৃপক্ষ হিসেবে ঢাকা বিভাগীয় কমিশনারকে নিয়োগ দিয়েছে নির্বাচন কমিশন। Share this:FacebookX Related posts: ঢাকা সিটি করপোরেশন নির্বাচন: জয়ের ব্যাপারে আশাবাদী আ’লীগ প্রার্থীরা ঢাকার দুই সিটি নির্বাচনের ভোটগ্রহণ শেষ, শুরু হচ্ছে গণনা ঢাকা ছাড়লেন ১২৩ জার্মান নাগরিক পাবনা-৪ সংসদীয় আসন শূন্য ঘোষণা ডিএসসিসিকে দুর্নীতিমুক্ত প্রতিষ্ঠান হিসেবে গড়তে চান তাপস মোহাম্মদ নাসিমের আসন শূন্য ঘোষণা ৩টি আসনের উপনির্বাচনের তারিখ ঘোষণা ঢাকা-১৮ আসনে ফের নির্বাচনের দাবি বিএনপির ঢাকা ও রংপুরে বসছে নতুন রাডার স্বতন্ত্র প্রার্থী আগামীতে নৌকার মনোনয়ন পাবেন না: ওবায়দুল কাদের বায়ুদূষণে ফের শীর্ষে ঢাকা ইভিএম এ কারচুপির সুযোগ নাই, আস্থা রাখুন : সিইসি SHARES Matched Content জাতীয় বিষয়: ঢাকাদক্ষিণে সাতমেয়র প্রার্থীই বৈধ