ভারত থেকে আমদানিকৃত ১২০ মেট্রিক টন বিস্ফোরক বেনাপোল বন্দরে দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম প্রকাশিত: ৬:১১ অপরাহ্ণ, ডিসেম্বর ৩১, ২০২০ মোঃ রাসেল ইসলাম,বেনাপোল প্রতিনিধি: ভারত থেকে বেনাপোল স্থলবন্দর দিয়ে ১০ ট্রাকে ১২০ মেট্রিক টন বিস্ফোরক দ্রব্য পন্য আমদানি করেছে দিনাজপুরের মধ্যপাড়া গ্রানাইট মাইনিং কোম্পানি লিমিটেড নামের একটি প্রতিষ্ঠান। বুধবার (৩০ ডিসেম্বর) বিকালে ভারতের পেট্রাপোল দিয়ে বাংলাদেশের বেনাপোল স্থলবন্দরে ১০টি ট্রাক ৩১ নাম্বার ট্রান্সশিপমেন্ট ইয়ার্ডে প্রবেশ করে। বেনাপোল সিঅ্যান্ডএফ এজেন্ট এএস ইন্টারন্যাশনাল নামের একটি প্রতিষ্ঠান পণ্য চালানটি বন্দর থেকে খালাস নিতে প্রয়োজনীয় কাগজপত্র বেনাপোল কাস্টমস হাউসে দাখিল করেছেন। কাজ সম্পূর্ণ হলে ভারতীয় ট্রাক থেকে এসব বিস্ফোরক দ্রব্য পন্য খালাস করে বাংলাদেশি ট্রাকে নেওয়া হবে। পরে বাংলাদেশের ট্রাকে করে দিনাজপুরের উদ্দেশ্যে বেনাপোল বন্দর থেকে ছেড়ে যাবে বলে জানা গেছে। বন্দর সূত্রে জানায়, এক লাখ ৯৪ হাজার ৯১৮ মার্কিন ডলার মূল্যের ১২০ মেট্রিক টন ওজনের বিস্ফোরক দ্রব্য দিনাজপুর মধ্যপাড়া গ্রানাইট মাইনিং কোম্পানি লিমিটেড ভারত থেকে আমদানি করছে। যার বাংলাদেশি টাকায় মূল্য এক কোটি ৬৫ লাখ ৬৮ হাজার টাকা। বেনাপোল স্থলবন্দরের ভারপ্রাপ্ত পরিচালক আব্দুল জলিল জানান, দিনাজপুরের মধ্যপাড়া গ্রানাইট মাইনিং কোম্পানি লিমিটেডের খনন কাজ পরিচালনার জন্য ভারত থেকে এই বিস্ফোরক দ্রব্য আমদানি করেছে। দ্রুত পণ্য খালাসের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এছাড়া খালাসের স্থানে নিরাপত্তার জোরদার করা হয়েছে বলেও জানান তিনি। Share this:FacebookX Related posts: বেনাপোলে দুই কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার যশোরের বেনাপোলে ১০টি স্বর্ণের বারসহ আটক-১ বেনাপোলে গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার বেনাপোল ট্রান্সপোর্ট মালিক সমিতির পরিচিত সভা ও দোয়া মাহফিল বেনাপোল পোর্ট থানার অভিযান: ৪৮ কেজি গাঁজা ও ১০০ বোতল ফেন্সিডিল উদ্ধার বিশেষ ব্যবস্থায় বেনাপোল রেলপথে আমদানি হলো প্রথম খাদ্যদ্রব্য পণ্য বেনাপোল পোর্ট থানার এসআই রোকনুজ্জমান শ্রেষ্ঠ অফিসার নির্বাচিত বেনাপোল পুটখালী সীমান্ত থেকে শিশু সহ ৭ রোহিঙ্গা আটক পানগাঁও কাস্টমসের জয়েন্ট কমিশনানের বরখাস্ত চেয়ে বেনাপোল কাস্টমে বিক্ষোভ নিরাপত্তা হুমকি’র মুখে দেশের বৃহত্তম বেনাপোল স্থলবন্দর বেনাপোল কাস্টমের হয়রানির প্রতিবাদে বিক্ষোভ করেছে স্টাফ অ্যাসোসিয়েশন বেনাপোল বন্দর পরিদর্শনে স্থলবন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান কেএম তারিকুল SHARES Matched Content দেশের খবর বিষয়: বন্দরেবেনাপোলভারত থেকে আমদানিকৃত ১২০ মেট্রিক টন বিস্ফোরক