আরও ৩০ জনের মৃত্যু দেশে, আক্রান্তও বেড়েছে দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম প্রকাশিত: ৭:৫০ অপরাহ্ণ, ডিসেম্বর ২৯, ২০২০ নিউজ ডেস্কঃ প্রাণঘাতী করোনাভাইরাসে দেশে গত ২৪ ঘণ্টায় আরও ৩০ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ৭ হাজার ৫০৯ জনে। এছাড়া গত একদিনে আরও ১ হাজার ১৮১ জনের দেহে করোনা শনাক্ত হয়। এ নিয়ে দেশে মোট আক্রান্ত হলো ৫ লাখ ১১ হাজার ২৬১ জন। মঙ্গলবার (২৯ ডিসেম্বর) বিকেলে করোনাভাইরাস নিয়ে স্বাস্থ্য অধিদফতরের প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ১ হাজার ২৪৫ জন। মোট সুস্থ হয়েছেন ৪ লাখ ৫৪ হাজার ৫৬৩ জন। এর আগে দেশে গত তিনদিন এক হাজারের কম সংখ্যক মানুষের দেহে করোনা শনাক্ত হয়। প্রসঙ্গত, বাংলাদেশে প্রথম করোনা রোগী শনাক্ত হয় ৮ মার্চ আর করোনায় আক্রান্ত হয়ে প্রথম মারা যায় ১৮ মার্চে। Share this:FacebookX Related posts: সরবরাহের সঙ্গে বেড়েছে মাছের দাম SHARES Matched Content প্রচ্ছদ বিষয়: আক্রান্তওআরও ৩০ জনের মৃত্যু দেশেবেড়েছে