দিরাই পৌরসভা নির্বাচনে নৌকার প্রার্থী বিজয়ী

প্রকাশিত: ১২:৩৬ পূর্বাহ্ণ, ডিসেম্বর ২৯, ২০২০

অনলাইন ডেস্ক : অবশেষে সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে দিরাই পৌরসভার নির্বাচন সম্পন্ন হয়েছে। নির্বাচনে ক্ষমতাসীন আওয়ামীলীগ মনোনীত প্রার্থী নৌকাপ্রতীকের বিশ্বজিৎরায়কে বেসরকারি ভাবে বিজয়ী ঘোষণা করা হয়েছে।

তারপ্রাপ্ত ভোট হচ্ছে ৫ হাজার ৯১০টি, নিকটতম প্রতিদ্বন্দ্বী বর্তমান মেয়র মোঃ মোশাররফ মিয়া জগ প্রতীকে পেয়েছেন ৫ হাজার ৭৫৭ ভোট। বিশ্বজিৎরায় ১৫৩ ভোটে বিজয়ী হয়েছেন।

দিরাই উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা যায়, এবারের দিরাই পৌরসভা নির্বাচনে ৮ জন মেয়র পদে প্রতিদ্বন্দ্বীতা করেছেন। এরমধ্যে ইকবাল হোসেন চৌধুরী ধানের শীষ প্রতীকে পেয়েছেন ১ হাজার ৯৬০ ভোট, অনন্ত মল্লিক লাঙ্গল প্রতীকে পেয়েছেন ৩৫৭ ভোট, এম আব্দুল কাইয়ুম চামচ প্রতীকে পেয়েছেন ২৭৬ ভোট, লোকমান আহমদ খেজুর গাছ প্রতীকে পেয়েছেন ৪৩৩ ভোট, সফিকুল ইসলাম সফিক পেয়েছেন ২৮৩ ভোট ও রশিদ মিয়া মোবাইল প্রতীকে পেয়েছেন ১৩৫ ভোট।

এরিপোর্ট লেখাপর্যন্ত সাধারণ ও সংরক্ষিত কাউন্সিলরদের বেসরকারি ফলাফল ঘোষণা করা হয়নি।