লন্ডন থেকে ফিরলেই বাধ্যতামূলক কোয়ারেন্টাইন দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম প্রকাশিত: ৪:২৬ অপরাহ্ণ, ডিসেম্বর ২৮, ২০২০ অনলাইন ডেস্ক ; করোনা নেগেটিভ হলেও লন্ডন থেকে দেশে ফিরলেই ১৪ দিনের কোয়ারেন্টাইনে রাখা বাধ্যতামূলক করার সিদ্ধান্ত নিয়েছে মন্ত্রিসভা।সোমবার মন্ত্রিসভার ভার্চ্যুয়াল বৈঠকে এ সিদ্ধান্ত নেয়া হয়। এতে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৈঠক শেষে সচিবালয়ে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম এ তথ্য জানান। তিনি বলেন, ‘বিশেষ করে লন্ডন থেকে যারা আসবে, তাদের কোয়ারেন্টাইনে খুব কঠোর হতে হবে। তিনি (প্রধানমন্ত্রী) আমাদের দায়িত্ব দিয়েছেন, আসা বন্ধ করা হবে না, তবে স্ট্রং কোয়ারেন্টাইনে যেতে হবে। লন্ডন ফ্লাইট থেকে যেই আসুক, তার যদি গতকালের কোভিড রিপোর্টও নেগেটিভ থাকে, তারপরও বাধ্যতামূলক ১৪ দিন কোয়ারেন্টাইনে থাকতে হবে। তাদের প্রতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে রাখা হবে। ’ তাদের কোথায় রাখা হবে- এমন প্রশ্নের জবাবে আনোয়ারুল ইসলাম বলেন, ‘প্রধানমন্ত্রী আমাদের খুব পরিষ্কার নির্দেশনা দিয়েছেন, আমরা রাতে মিটিং করবো। সেখানে টেকনিক্যাল লোকজন নিয়ে মিটিং করে সিদ্ধান্তে আসবো। আমাদের যে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইন সেন্টার দিয়াবাড়ি এবং হজ ক্যাম্পে রাখা হবে ১৪ দিন। আর কিছু হোটেলের ব্যবস্থা থাকতে হবে। তিনি বলেন, মন্ত্রিসভার সিদ্ধান্ত হলো, লন্ডন থেকে যারা আসবে, তাদের কোয়ারেন্টাইনে রাখা হবে। তবে কবে থেকে রাখা হবে তা মিটিংয়ে সিদ্ধান্ত হবে। তাদের সরকারের তত্ত্বাবধানে রাখা হবে, যেভাবে সিঙ্গাপুর বা মালয়েশিয়ায় আছে।’ মন্ত্রিপরিষদ সচিব বলেন, ঢাকা হয়ে দেশে এলে ঢাকায় এবং সিলেট হয়ে এলে সিলেটে কোয়ারেন্টানে রাখা হবে। Share this:FacebookX Related posts: মসজিদ-মন্দির-গির্জায় মাস্ক পরা বাধ্যতামূলক কোয়ারেন্টাইন সেন্টারেই বিদেশ ফেরত যাত্রীদের করোনা পরীক্ষা সরকারি তথ্য কেন্দ্রীয় ডাটা সেন্টারে রাখা বাধ্যতামূলক এসএসসি ও সমমানের পরীক্ষায় বসেছে সাড়ে ২০ লাখ শিক্ষার্থী এসএসসি পরীক্ষা: গুজবে কান না দেয়ার পরামর্শ শিক্ষামন্ত্রীর ৩১২ বাংলাদেশিকে চীন থেকে ফেরাতে সরকারের ব্যয় ২ কোটি ৩০ লাখ টাকা রমজানে ঘরেই তারাবি পড়ুন: প্রধানমন্ত্রী দেশে করোনায় মৃত্যুর সংখ্যা বেড়ে ৮৪ রিজেন্ট হাসপাতালের চেয়ারম্যানের দেশত্যাগে নিষেধাজ্ঞা আনসার আল ইসলামের তিন সদস্য গ্রেপ্তার মেডিকেল টেকনোলজিস্টদের অনশন অব্যাহত ২০২০-এ সড়ক দুর্ঘটনায় নিহত ৪৯৬৯ SHARES Matched Content জাতীয় বিষয়: কোয়ারেন্টাইনবাধ্যতামূলকলন্ডন থেকে ফিরলেই