দুই দিনের মধ্যে শিক্ষকদের যেসব তথ্য চেয়েছে মাউশি

প্রকাশিত: ১১:৪২ পূর্বাহ্ণ, ডিসেম্বর ২২, ২০২০

নিউজ ডেস্কঃ দুই দিনের মধ্যে সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকদের তথ্য চেয়ে আদেশ জারি করেছে মাউশি।

সোমবার (২১ ডিসেম্বর) মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর এ সংক্রান্ত আদেশ জারি করে।

আদেশে শিক্ষকদের নাম, পিডিএস, পদবী, বর্তমান কর্মস্থল, যোগদানের তারিখ, বিএড, ডিপইনএড, বিপিএড ব্যাচেলর অব এগ্রিকালচার এডুকেশন পাসের তারিখ ও বিশ্ববিদ্যালয়ের নামসহ তথ্য পাঠাতে বলা হয়েছে।

আগামী বুধবারের (২৩ ডিসেম্বর) মধ্যে এসব তথ্য পাঠাতে হবে।

এছাড়া কোনো শিক্ষকের বিরুদ্ধে মামলা থাকলেও তার তথ্য পাঠাতে হবে বলে জানানো হয়।

আদেশে নির্ধারিত ছকে এ তথ্য পাঠাতে বলা হয়েছে।