করোনায় সুস্থতার হার ৮০.৮৫ শতাংশ দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম প্রকাশিত: ৪:৫৭ অপরাহ্ণ, নভেম্বর ১৫, ২০২০ নিউজ ডেস্ক :করোনাভাইরাসে আক্রান্ত রোগীর সুস্থতার হার দিন দিন বাড়ছে। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে ওঠা রোগীর সংখ্যা এক হাজার ৬৯৩ জন। এ নিয়ে সুস্থ হয়ে ওঠা রোগীর সংখ্যা দাঁড়াল তিন লাখ ৪৯ হাজার ৫৪২ জন। রোববার বিকেলে স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত করোনাবিষয়ক এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। গত ২৪ ঘণ্টায় ১১৬টি ল্যাবে ১৪ হাজার ৬০টি নমুনা পরীক্ষা করা হয়। এ ছাড়া নমুনা সংগ্রহ হয়েছে ১৪ হাজার তিনটি। এ পর্যন্ত দেশে মোট ২৫ লাখ ৪১ হাজার ১৯৪ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এছাড়া গত ২৪ ঘণ্টায় নতুন রোগী শনাক্ত হন আরও এক হাজার ৮৩৭ জন। দেশে মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়াল চার লাখ ৩২ হাজার ৩৩৩ জনে। নমুনা পরীক্ষা ও শনাক্তকৃত রোগীর তুলনায় রোগী সুস্থতার হার ৮০ দশমিক ৮৫ শতাংশ। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে ওঠা এক হাজার ৬৯৩ জন রোগীর মধ্যে ঢাকা বিভাগে এক হাজার ৩০৯ জন, চট্টগ্রাম বিভাগে ২৫৩ জন, রংপুর বিভাগে ১২ জন, খুলনা বিভাগে ৪০ জন, বরিশাল বিভাগে ১২ জন, রাজশাহী বিভাগে ৩৫ জন, সিলেট বিভাগে ২৬ জন এবং ময়মনসিংহ বিভাগে ৬ জন রয়েছেন। Share this:FacebookX Related posts: ২৪ ঘণ্টায় করোনায় সুস্থতার হার ৭৮.৩২ শতাংশ করোনায় সুস্থতার হার ৭৯.৩২ শতাংশ ২৪ ঘণ্টায় করোনায় সুস্থতার হার বেড়েছে ২৪ ঘণ্টায় সুস্থতার হার ৭৯ শতাংশ ছাড়িয়েছে করোনায় সুস্থতার হার ৮৩ শতাংশ ছাড়াল করোনায় জীবন রক্ষাকারী প্রথম ওষুধ আবিষ্কার করোনায় একদিনে আড়াই হাজারের বেশি সুস্থ সারাদেশে ভিটামিন-এ ক্যাপসুল খাওয়ানো হবে শনিবার করোনায় পিছিয়ে যেতে পারে এইচএসসি পরীক্ষা সস্ত্রীক করোনায় আক্রান্ত র্যাপিড টেস্ট কিটের উদ্ভাবক ড. ফিরোজ অনুমোদন হয়নি ঢাকাসহ সারা দেশে এলাকাভিত্তিক লকডাউন করোনা: একদিনে সুস্থ ৩ হাজারেরও বেশি SHARES Matched Content জাতীয় বিষয়: ৮০.৮৫করোনায়শতাংশসুস্থতারহার