বিশ্বের সর্ববৃহৎ অনলাইন সেল ঘিরে এলাহী কাণ্ড চীনে দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম প্রকাশিত: ১১:১৩ পূর্বাহ্ণ, নভেম্বর ১১, ২০২০ নিউজ ডেস্ক :প্রতি বছর ১১ নভেম্বর পণ্য বিক্রির জন্য বিশ্বের সবচেয়ে বড় অনলাইন সেল ইভেন্টের আয়োজন করে চীনের বহুজাতিক ই-কমার্স প্রতিষ্ঠান আলিবাবা। এবার এই বিশেষ দিনটিতে ক্রেতাদের হাতে মালামাল পৌঁছে দিতে ৪ হাজার বিমান, কার্গো জাহাজ ও ৩০ লাখ কর্মী প্রস্তুত রাখা হয়েছে। বুধবার (১১ নভেম্বর) ২৪ ঘণ্টার জন্য বিশ্বব্যাপী এই ইভেন্ট চলবে। এবার সাড়ে তিন লাখ চীনা ও অন্যান্য দেশের প্রতিষ্ঠান পণ্য বিক্রি করবে। এর মধ্যে বাড়ি ও গাড়ি বিক্রেতা প্রতিষ্ঠানও রয়েছে। বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, গত বছর এই দিনে ১ দশমিক ৯ বিলিয়ন পণ্য সরবরাহ করা হয়েছিল। তবে এবার মহামারি করোনাভাইরাস প্রাদুর্ভাবে অর্থনৈতিক মন্দার কারণে এর পণ্য সরবরাহের পরিমাণ কিছুটা কমতে পারে। করোনা মহামারির মধ্যে ক্রয় আদেশের নতুন রেকর্ডও গড়তে পারে বলে ধারণা করছে প্রতিষ্ঠানটি। আয়োজকরা বলছেন, এবার চাহিদার শীর্ষে থাকতে পারে রোবটিক ক্লিনার, ভ্যাকুমস ও টুলবক্স। আরামদায়ক দামি পণ্যের চাহিদাও বাড়তে পারে। কারণ, মহামারির কারণে লাখ লাখ চীনা নাগরিক দেশের বাইরে যেতে পারেনি। তাই পছন্দমতো কেনাকাটাও করতে পারেনি তারা। করোনাকালীন কম ব্যয়নীতির বিপরীতে গিয়ে তারা হয়তো বেশি পরিমাণ ক্রয়াদেশ দিতে পারে। সাংহাইভিত্তিক ই-কমার্স বিষয়ক পরামর্শক প্রতিষ্ঠান এজেন্সি চীনার বাজার গবেষক মাইকেল নরিস বলেন, আমরা আশা করছি, চলমান আন্তর্জাতিক নিষেধাজ্ঞাগুলো এবার লাক্সারি পণ্যের বিক্রিতে একটা ইতিবাচক প্রভাব রাখবে। এই ইভেন্টটি সিঙ্গেলস ডে ছাড়া ‘ইলেভেন ইলেভেন’ বা ‘ডাবল ইলেভেন’ নামেও পরিচিত। একদিন অনলাইনে বিক্রির এই বিরাট আয়োজন আলিবাবা প্রথম শুরু করে। এরপর এ ধরনের আয়োজনে আলিবাবার প্রতিদ্বন্দ্বী হয়ে আসে জেডিডটকম। তবে পণ্য বিক্রি ও রাজস্ব হিসাবে একদিন অনলাইনে পণ্য বিক্রির এই আয়োজনে আলিবাবায় সবার চেয়ে এগিয়ে। গত বছর এই ইভেন্টে ২১০ বিলিয়ন ইউয়ান (৩১ বিলিয়ন ডলার) ব্যবসা করেছিল আলিবাবা, যা ব্লাক ফ্রাইডে ও সাইবার সানডের চেয়ে প্রায় দ্বিগুণ। Share this:FacebookX Related posts: থার্টিফার্স্ট ঘিরে কঠোর প্রশাসন ১০ জানুয়ারি বাণিজ্য মেলা বন্ধ রাখার অনুরোধ জানাব : স্বরাষ্ট্রমন্ত্রী বসুন্ধরার বিটুমিন প্ল্যান্ট নিয়ে আমরা আনন্দিত : অর্থমন্ত্রী সন্ধ্যা ৬টার মধ্যে রাজধানীর কাঁচাবাজার ও সুপারশপ বন্ধের নির্দেশ সব ধরনের ব্যাংক ঋণের সুদ দুই মাস স্থগিত রপ্তানি লক্ষ্যমাত্রা ৪৮ বিলিয়ন ডলার: বাণিজ্যমন্ত্রী দাম কমেছে আলু-পেঁয়াজের পেঁয়াজ আমদানিতে শুল্ক আরোপ চায় বাণিজ্য মন্ত্রণালয় সোনাহাট স্থলবন্দরে ধর্মঘট চলছে ইলিশ রফতানি বন্ধের সিদ্ধান্ত নওগাঁয় চালের দাম না কমলেও কমেছে ধানের বিশ্বে করোনা হামারীতেও বেড়েছে গাড়ি বিক্রি SHARES Matched Content অর্থ বাণিজ্য বিষয়: অনলাইনএলাহীকাণ্ডঘিরেচীনেবিশ্বেরসর্ববৃহৎসেল