কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে কঠোর হচ্ছে আরএমপি

প্রকাশিত: ১১:৫৭ পূর্বাহ্ণ, অক্টোবর ১১, ২০২০

নিউজ ডেস্ক : রাজশাহীতেও ছড়িয়ে পড়েছে কিশোর গ্যাং। নগরীর পাড়া-মহল্লায় এই গ্যাং সদস্যদের অপরাধ বেড়েই চলেছে। এদের ধরতে সর্বাত্মক অভিযান শুরু করেছে রাজশাহী মহানগর পুলিশ (আরএমপি)।

নগর পুলিশের ১২ থানা এলাকা থেকে এরই মধ্যে গ্রেফতার করা হয়েছে কিশোর গ্যাংয়ের ৫৬ সদস্যকে। যাচাই বাছাই শেষে এদের ৩২ জনকে মুচলেকা নিয়ে ছেড়ে দেয়া হয়েছে অভিভাবকের জিম্মায়। বাকিদের বিরুদ্ধে আইনত ব্যবস্থা নিয়েছে আরএমপি।

নগর পুলিশ সূত্র জানাচ্ছে, দিনে দিনে ভয়ঙ্কর হয়ে উঠছে কিশোর গ্যাং। তারা পাড়া মহল্লার প্রভাবশালী, মাস্তান বা বড় ভাইদের হয়ে সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িয়ে পড়ছে। কিশোর গ্যাংয়ের সদস্যরা একসঙ্গে মাদক সেবন, পাড়া-মহল্লায় নারীদের উত্ত্যাক্ত করছে। ছোটখাটো ঘটনাকে কেন্দ্র করে মারামারি ও ঝগড়া বিবাদে জড়িয়ে পড়ছে এসব কিশোর। অনেক সময় খুন-ধর্ষণের মতো ঘটনাও ঘটছে।

আরএমপির মুখপাত্র গোলাম রুহুল কুদ্দুস জানান, কিশোর গ্যাংয়ের সদস্যরা অপরাধ করার পরিকল্পনার অংশ হিসেবে বিভিন্ন গ্রুপ তৈরি করে নিজেদের মধ্যে যোগাযোগ স্থাপন করছে। একজোট হয়ে অপরাধের পরিকল্পনাও করছে তারা।

এই পরিস্থিতিতে কিশোর গ্যাং ও কিশোর অপরাধীদের বিরুদ্ধে আরএমপি সর্বাত্মক অভিযান শুরু করেছে। শুক্রবার দিবাগত রাতে কিশোর গ্যাং সদস্যদের ধরতে ১২ থানা এলাকায় সাঁড়াশি অভিযান চালায় নগর পুলিশ। আটক করা হয় এসব গ্যাংয়ের ৫৬ সদস্যকে।

তিনি বলেন, অপকর্মে জড়াবে না এমন শর্তে মুচলেকা নিয়ে এদের ৩২ জনকে পরিবারের জিম্মায় ছেড়ে দেয়া হয়েছে। বাকিদের বিরুদ্ধে আইনত ব্যবস্থাও নেয়া হয়েছে। এ সমস্ত কিশোর গ্যাং সদস্যদের অন্য কোনো অপরাধে জড়িত থাকার প্রমাণ পাওয়া গেলে তাদের বিরুদ্ধে প্রচলিত আইনে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

জননিরাপত্তায় নগরীতে আরএমপির এই অভিযান চলবে বলেও জানান গোলাম রুহুল কুদ্দুস।