দৈনিক পূর্বাঞ্চলের সাংবাদিক ফিরোজ খান, আর নেই

প্রকাশিত: ৫:২৮ অপরাহ্ণ, ডিসেম্বর ৫, ২০২০

মো:আতিয়ার রহমান খুলনাঃ খুলনা ডুমুরিয়া উপজেলার শাহপুর এলাকার দৈনিক পূর্বাঞ্চল পত্রিকার নিজস্ব সংবাদদাতা মো: ফিরোজ খান (৫২) আর নেই (ইন্না লিল্লাহে ওয়া ইন্না ইলাইহে রাজিউন)। গতকাল শনিবার গুরুতর অসুস্থ্য অবস্থায় খুলনা মেডিকল কলেজ হাসপতালে চিকিৎসাধীন অবস্থায় উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে ইন্তেকাল করেন। তিনি ১ স্ত্রী ও ২ সন্তানসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

তার মৃত্যুতে স্থানীয় সংসদ সদস্যসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন ও গণ্যমান্য ব্যক্তিবর্গ শোক জানিয়ে বিবৃতি দিয়েছেন।ফিরোজ খান বাংলাদেশ ছাত্রলীগের ডুমুরিয়া উপজেলা শাখার সহ-সভাপতি ছিলেন। ৮০’র দশকের স্বৈরাচার সামরিক সরকার এরশাদ বিরোধী আন্দোলনের অগ্রসৈনিক ছিলেন তিনি। পরে ৯০ এর দশকে খুলনা থেকে প্রকাশিত ‘দৈনিক পূর্বাঞ্চল’ পত্রিকায় সাংবাদিকতা শুরু করেন শাহপুর প্রতিনিধি হিসাবে। পরে ২০১২ সালে শাহপুর (বর্তমানে সরকারি) কলেজে ক্রীড়া শিক্ষক হিসাবে চাকুরীজীবন শুরু করলেও সাংবাদিকতায় ছিলেন অবিচল।

সাংবাদিক ফিরোজ খানের ইন্তেকালে খুলনা ৫ আসনের সংসাদ সদস্য সাবেক মন্ত্রী আওয়ামীলীগ ডুমুরিয়া শাখার সভাপতি নারায়ন চন্দ্র চন্দ শোক জানিয়েছেন। আরও শোক জানিয়ে বিবৃতি দিয়েছেন; ডুমুরিয়া উপজেলার চেয়ারম্যান গাজী এজাজ আহমেদ ।