কুপ্রস্তাবে রাজি না হওয়ায় নির্যাতনে-ভিডিও ধারণ: র্যাব দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম প্রকাশিত: ৬:২৬ অপরাহ্ণ, অক্টোবর ৫, ২০২০ অনলাইন ডেস্কঃ নোয়াখালীর বেগমগঞ্জের গৃহবধূকে বিবস্ত্র করে নির্যাতনের ঘটনায় সোমবার (০৫ অক্টোবর) দুপুরে সংবাদ সম্মেলন করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। র্যাব-১১ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল খন্দকার সাইফুল আলম সংবাদ সম্মেলনে বলেন, ‘কুপ্রস্তাবে রাজি না হওয়ায় নোয়াখালীর বেগমগঞ্জের গৃহবধূকে বিবস্ত্র করে নির্যাতনের ভিডিও ফেসবুকে ছেড়ে দেয়া হয়’ । তিনি বলেন, ‘প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার দুই আসামি ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। আমরা প্রথমে দেলোয়ার বাহিনীর প্রধান দেলোয়ারকে অস্ত্রসহ গ্রেপ্তার করি। এরপর তার দেয়ার তথ্যের ভিত্তিতে ঢাকার কামরাঙ্গীচর থেকে মামলার প্রধান আসামি বাদলকে গ্রেপ্তার করি।’ খন্দকার সাইফুল আলম বলেন, ‘এই দেলোয়ার বাহিনী এলাকায় সন্ত্রাসী কর্মকাণ্ড চালাতো। তাদের ভয়ে এলাকার লোকজন ভীত সন্ত্রস্ত। দেলোয়ারের বিরুদ্ধে ইতিপূর্বে দুটি মামলা আছে। এ ঘটনায় জড়িত অন্যদের গ্রেপ্তার করতে আমাদের অভিযান অব্যাহত আছে। গ্রেপ্তার দুই আসামির মধ্যে বাদলকে বেগমগঞ্জ ও দেলোয়ারকে সিদ্ধিরগঞ্জ থানায় হস্তান্তর করা হবে’ । উল্লেখ্য, গত ২ সেপ্টেম্বর রাতে ঘরে ঢুকে নোয়াখালীর বেগমগঞ্জের একলাশপুরে গৃহবধূকে বিবস্ত্র করে নির্যাতন করা হয়। ঘটনার প্রায় এক মাস পর রোববার (০৪ অক্টোবর) ফেসবুকে ওই ভিডিও ছেড়ে দেয়া হয়। ওই ভিডিও ভাইরাল হলে দেশজুড়ে সমালোচনার সৃষ্টি হয়। এ ঘটনায় সোমবার রাত ১টার দিকে নির্যাতিতা গৃহবধূ বাদী হয়ে নয়জনের নাম উল্লেখ করে মামলা করেন। Share this:FacebookX Related posts: প্রধানমন্ত্রীর ভিডিও কনফারেন্স ১২ এপ্রিল অর্থনৈতিক কূটনীতি চালানোর নির্দেশনা পররাষ্ট্রমন্ত্রীর মাদক নির্মূলে তিনভাবে কাজ করছি : স্বরাষ্ট্রমন্ত্রী বৃষ্টিতে সৈয়দ আশরাফের সমাধিতে শ্রদ্ধা জানালো আ.লীগ এনআরসির প্রভাব বাংলাদেশের ওপর পড়বে না : শ্রিংলা পবিত্র শব-ই-কদর আজ ঈদে ব্যক্তিগত গাড়িতে বাড়ি ফিরতে বাধা নেই সিনহা হত্যাকাণ্ডের তদন্তে সন্তুষ্ট রাওয়া করোনায় সুস্থতার সংখ্যা ছাড়ালো দেড় লাখ একজনের টিকিটে ট্রেনে অন্যজন ভ্রমণে ৩ মাসের দণ্ড বিজয় দিবসের আগেই শতভাগ দৃশ্যমান হবে পদ্মাসেতু শীতের আমেজে সবজিতে আগুন, কমেনি কোনও কিছুর ঝাঁজ SHARES Matched Content জাতীয় বিষয়: কুপ্রস্তাবে রাজি না হওয়ায় নির্যাতনে-ধারণ: র্যাবভিডিও