দেশে আরও ২৭ মৃত্যু, বেড়েছে আক্রান্ত

প্রকাশিত: ৬:২৩ অপরাহ্ণ, অক্টোবর ৫, ২০২০

অনলাইন ডেস্কঃ প্রাণঘাতী করোনাভাইরাসে দেশে গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়ে আরো ২৭ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে করোনায় মোট মৃত্যুর সংখ্যা দাঁড়ালো ৫ হাজার ৩৭৫ জনে।

এছাড়া গত একদিনে নতুন করে শনাক্ত হয়েছে ১ হাজার ৪৪২ জন। মোট শনাক্ত দাঁড়িয়েছে ৩ লাখ ৭০ হাজার ১৩২ জনে।


সোমবার (৫ অক্টোবর) স্বাস্থ্য অধিদফতরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

প্রসঙ্গত, দেশে করোনাভাইরাসে সংক্রমিত প্রথম রোগী শনাক্ত হয় ৮ মার্চ। এ ভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম মৃত্যুর ঘটনা ঘটে ১৮ মার্চ।