বঙ্গবন্ধু’র সমাধিতে নবনিযুক্ত দুই বিচারপতির শ্রদ্ধা

প্রকাশিত: ১১:০৩ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১১, ২০২০

অনলাইন ডেস্ক : গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় আজ শুক্রবার জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগের নবনিযুক্ত বিচারপতি তারিক উল হাকিম এবং বিচারপতি ওবায়দুল হাসান।

শুক্রবার সকাল ১১টায় তারা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন এবং বঙ্গবন্ধু ও ৭৫ সালে ১৫ আগষ্ট তার পরিবারের শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করেন।

এসময় সুপ্রিমকোর্টের ডেপুটি রেজিস্ট্রার আখতারুজ্জামান ভূঁইয়া, গোপালগঞ্জ জেলা ও দায়রা জজ অমিত কুমার দে, চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শাহাদাত হোসেন ভূঁইয়া, টুঙ্গিপাড়া উপজেলা চেয়ারম্যান সোলায়মান বিশ্বাস, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নাকিব হাসান তরফদার প্রমুখ উপস্থিত ছিলেন।