ফেসবুকে প্রেম, বিয়ের দাবিতে অনশনে প্রেমিকা দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম প্রকাশিত: ৫:৪০ অপরাহ্ণ, সেপ্টেম্বর ৯, ২০২০ নিউজ ডেস্ক : ময়মনসিংহের তারাকান্দা উপজেলায় বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে গত ৩ দিন যাবৎ অনশন করছেন এক প্রেমিকা। অনশনরত ওই তরুণী একটি কলেজের শিক্ষার্থী বলে জানা গেছে। রোববার দুপুর থেকে অনশন শুরু করেন এই তরুণী। অন্যদিকে অনশনে বসার পর সাদ্দাম ও তার পরিবারের সদস্যরা বাড়ি থেকে পালিয়েছে। প্রতিবেশীরা জানান, মেয়েটি অনশন শুরু করার পর থেকে বাড়ির লোকজন বাড়িতে ফিরছে না। জানা যায়, উপজেলার কামারগাঁও ইউনিয়নে ভেরুয়া গ্রামের আবুচানের ছেলে প্রেমিক সাদ্দাম হোসেনের (২৬) সাথে পাশের ফুলপুর উপজেলার ওই মেয়ের দীর্ঘ দুই বছর আগে ফেসবুকে পরিচয় হয়। পরে তাদের সম্পর্ক প্রেমে পরিণত হয়। এক পর্যায়ে দুজনের মধ্যে শারীরিক সম্পর্কও গড়ে ওঠে। এরপর ওই তরুণীকে এড়িয়ে চলেন প্রেমিক সাদ্দাম হোসেন। এদিকে অভিযোগ করে ভুক্তভোগী তরুণী বলেন, দুই বছর আগে সামাজিক যোগাযোগ মাধ্যমে আমাদের পরিচয়। পরে ধীরে ধীরে সম্পর্ক প্রেমে পরিণত হয়। এরপর হঠাৎ করে আমার অমতে অন্য জায়গায় আমার বিয়ে হয়ে যায়। তবে বিয়ের পর সাদ্দাম আমাকে সেখানে একদিনও সংসার করতে দেয়নি। আমাকে বিয়ে করবে বলে আশ্বস্ত করে এবং ওই স্বামীকে তালাক দিতে বলে। আমিও তার কথা মতো তাই করি। গত তিন মাসে বিভিন্ন সময় তার সঙ্গে আমার শারীরিক সম্পর্কও হয়েছে। এখন তাকে বিয়ের কথা বললে সে তার পরিবারের অজুহাত দেখিয়ে আমাকে এড়িয়ে চলে। তরুণীর বাবা বলেন, সাদ্দাম আমার মেয়ের জীবনটা নষ্ট করে দিয়েছে। আমি তার কঠিন বিচার চাই। তারাকান্দা থানার ওসি আবুল খায়ের ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘটনাটি গণমাধ্যমকর্মীদের কাছ থেকে শোনার পর ভিকটিমকে ওই বাড়ি থেকে উদ্ধার করা হয়েছে। তবে ভিকটিমের পরিবার থেকে এ বিষয়ে কোন অভিযোগ করলে আইনগত ব্যবস্থা নেয়া হবে। Share this:FacebookX Related posts: মেঘনার ভাঙন রোধের দাবিতে মানববন্ধন বিয়ের প্রলোভনে ধর্ষণের পর হত্যা : যুবকের যাবজ্জীবন ধর্মপাশায় হাওর বিষয়ক মন্ত্রণালয় গঠনের দাবিতে মানববন্ধন কালিয়াকৈরে ধর্ষণকারীর বিচারের দাবিতে মানববন্ধন SHARES Matched Content সারা বাংলা বিষয়: অনশনেদাবিতেপ্রেমপ্রেমিকাফেসবুকেবিয়ের