ইলিশের উৎপাদন ৮৪ শতাংশ বৃদ্ধি পাওয়ায় কৃষক সমিতির অভিনন্দন

প্রকাশিত: ৫:০২ অপরাহ্ণ, সেপ্টেম্বর ৯, ২০২০

নিউজ ডেস্ক : দেশে গত এক দশকে ইলিশের উৎপাদন ৮৪ শতাংশ বৃদ্ধি পাওয়ায় মৎস্যজীবী, মৎস্য অধিদফতরসহ সংশ্লিষ্ট সবাইকে অভিনন্দন জানিয়েছে জাতীয় কৃষক সমিতি।

বুধবার এক বিবৃতিতে সংগঠনটির সভাপতি মাহমুদুল হাসান মানিক ও সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম গোলাপ ইলিশ উৎপাদন বাড়িয়ে দেশের অর্থনীতিতে ইতিবাচক ভূমিকা রাখায় সংশ্লিষ্টদের অভিনন্দন ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।

বিবৃতিতে তারা বলেন, নদ-নদীর নাব্যতা হ্রাস, পরিবেশ বিপর্যয়, নির্বিচারে জাটকা নিধন, মা মাছ আহরণের ফলে নদীতে ইলিশের আকাল দেখা দিয়েছিল। উৎপাদন কমে জাতীয় মাছ ইলিশ মধ্যবিত্ত ও নিম্নবিত্তের নাগালের বাইরে চলে যায়। ইলিশের বিচরণক্ষেত্র সংরক্ষণ, জাটকা নিধন বন্ধ, ইলিশ প্রজনন মৌসুমে মাছ ধরার ওপর নিষেধাজ্ঞাসহ নানা কর্মসূচী হাতে নেয়ায় গত এক দশকে ইলিশের উৎপাদন বেড়েছে ৮৪ শতাংশ।