ইউএনওদের নিরাপত্তা জোরদার: দেশের সব উপজেলা কার্যালয়ের আনসার মোতায়েন

প্রকাশিত: ৭:৩৩ অপরাহ্ণ, সেপ্টেম্বর ৪, ২০২০

অনলাইন ডেস্ক : যশোর, গাইবান্ধা, রাঙামাটি, পঞ্চগড়সহ দেশের সব জেলার উপজেলা নির্বাহী কর্মকর্তাদের কার্যালয় ও বাসভবনের নিরাপত্তার স্বার্থে আনসার সদস্য নিয়োগ দেওয়া হয়েছে। একজন প্লাটুন কমান্ডারসহ চার জন আনসার সদস্যকে দুটি অস্ত্রসহ নিয়োগ দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) রাত থেকে সংশ্লিষ্ট কর্মকর্তাদের কার্যালয় ও বাসভবনের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়।

যশোর প্রতিনিধি জানান, আনসার নিয়োগের বিষয়টি নিশ্চিত করেছেন যশোরের জেলা কমান্ড্যান্ট ড. লুৎফর রহমান। তিনি বলেন, সংশ্লিষ্ট জেলা কমান্ড্যান্ট অস্ত্র-গুলির নিরাপত্তা পূর্বক যথা নিয়মে আনসার অন্তর্ভুক্তির বিষয়টি সমন্বয় করছেন। যশোর জেলায় ইতোমধ্যে মোতায়েন কার্যক্রম গ্রহণ করা হয়েছে।

দেশের উপজেলা কার্যালয়গুলোতে আনসার নিয়োগের বিষয়টি শার্শা উপজেলা নির্বাহী কর্মকর্তা পূলক কুমার মন্ডলও নিশ্চিত করেছেন।

এদিকে গাইবান্ধা প্রতিনিধি জানান শুক্রবার (৪ সেপ্টেম্বর) বিকাল সাড়ে ৪টার দিকে জেলার সাত উপজেলার ইউএনও’র কার্যালয় এবং তাদের বাসভবনে আনসার সদস্য মোতায়েনের বিষয়টি নিশ্চিত করেছেন আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর গাইবান্ধা জেলা সহকারী কমান্ডার মো. তৌদিদুজ্জামান।

উপজেলা কার্যালয় ও ইউএনওদের বাসভবনের নিরাপত্তায় আনসার সদস্য মোতায়েন তিনি জানান, প্রত্যেক উপজেলার ইউএনওদের নিরাপত্তার স্বার্থে ১০ জন করে সশস্ত্র আনসার সদস্য মোতায়েনের নির্দেশ দেওয়া হয়েছে। সেই নির্দেশনায় ইতোমধ্যে সাত উপজেলাতে চার জন করে মোট ২৮ জন আনসার সদস্য দায়িত্ব পালন করছেন। আপাতত ইউএনও’র কার্যালয় এবং তাদের বাসভবনে সদস্যরা দায়িত্ব পালন করবেন।

আগামী রবিবার থেকে প্রতিটি উপজেলায় অস্ত্র-গুলির নিরাপত্তা পূর্বক হেডকোয়ার্টার এবং ইউএনওদের সঙ্গে আলোচনা করে একজন পিসি, একজন এপিসি ও আট জন আনসারসহ মোট ১০ জন করে আনসার সদস্য মোতায়েন থাকবে বলে জানান তিনি।

এবিষয়ে সাদুল্লাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. নবীনেওয়াজ জানান, বিকাল থেকে চার জন আনসার সদস্য দায়িত্ব পালন করছেন। তাদের দায়িত্ব পালনে তার বাসভবন ও কার্যালয়ে নিরাপত্তা ব্যবস্থা জোরদার হয়েছে।

পঞ্চগড়ের পাঁচ উপজেলার উপজেলার উপজেলা নির্বাহী অফিসারদের (ইউএসও) সরকারি বাসভবনে নিরাপত্তায় ব্যবস্থা বৃদ্ধি করা হয়েছে। এসব বাসভবনে আনসার সদস্য মোতায়েনের প্রক্রিয়া শুরু হয়েছে। আজকের মধ্যে মোতায়েন করা হবে আনসার সদস্য।

জেলা প্রশাসন ও পুলিশ বিভাগ সূত্র জানায়, বৃহস্পতিবার রাতে উপজেলা পরিষদ চত্ত্বরসহ ইউনএওদের সরকারি বাসভবনে পুলিশি টহল বৃদ্ধি করা করা হয়। নির্দেশনা মোতাবেক এসব সরকারি বাসভবনে আনসার সদস্যদের মোতায়েন প্রক্রিয়া শুরু হয়েছে। এরই অংশ হিসেবে শুক্রবার সকালে জেলা আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী কার্যালয়ে আনসার সদস্যদের বাছাই করা হয়েছে।

জেলা আনসার ও গ্রাম প্রতিরক্ষ বাহিনীর কমান্ডেন্ট মো. আশরাফুল ইসলাম বলেন, নির্দেশনা মোতাবেক শুক্রবার সকালে স্মার্ট কার্ডধারি আনসার সদস্যদের বাছাই করা হয়েছে। অস্ত্রসহ এসব সদস্যদের জেলার পাঁচ উপজেলার নির্বাহী কর্মকর্তাদের সরকারি বাসভবনে মোতায়েন করা হয়েছে। আশা করি দুপুরের মধ্যে সকল প্রক্রিয়া সম্পন্ন করে আনসার সদস্যদের মোতায়েন নিশ্চিত করা হবে।

গত বুধবার (২ সেপ্টেম্বর) রাতে সরকারি বাসভবনের ভেনটিলেটর ভেঙে বাসায় ঢুকে ইউএনও ওয়াহিদা খানম ও তার বাবা মুক্তিযোদ্ধা ওমর আলী শেখের ওপর হামলা চালায় দুর্বৃত্তরা। ইউএনও’র মাথায় গুরুতর আঘাত এবং তার বাবাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে মারাত্মকভাবে আহত করা হয়। এ কারণে দেশের সব ইউএনওদের নিরাপত্তা জোরদার করা হয়েছে।