কেন্দ্রীয় ব্যাংকের পরিচালক হলেন আহমেদ জামাল

প্রকাশিত: ১২:২০ পূর্বাহ্ণ, জানুয়ারি ১৯, ২০২১

অনলাইন ডেস্ক ; আগামী তিন বছরের জন্য আহমদে জামালকে পরিচালনা পর্ষদের পরিচালকের দায়িত্ব দিয়েছে সরকার। একই সঙ্গে তাকে কেন্দ্রীয় ব্যাংক পর্ষদের নির্বাহী কমিটির সদস্য করা হয়েছে।
সোমবার (১৮ জানুয়ারি) আদেশ জারি করেছে অর্থমন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ।

আহমেদ জামাল বর্তমানে কেন্দ্রীয় ব্যাংকের ১ নম্বর ডেপুটি গভর্নর হিসেবে দায়িত্ব পালন করছেন। এখন থেকে তিনি অন্য দুজন ডেপুটি গর্ভনরের সঙ্গে বাংলাদেশ ব্যাংকের পরিচালনা পর্ষদের পরিচালক এবং পর্ষদের নির্বাহী কমিটির সদস্য হিসেবেও দায়িত্ব পালন করবেন।