‘দেশের ক্রীড়াঙ্গণকে এগিয়ে নিতে শেখ কামালের স্বপ্ন ছিল আকাশছোঁয়া’ দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম প্রকাশিত: ৮:২৪ অপরাহ্ণ, আগস্ট ৫, ২০২০ অনলাইন ডেস্ক : প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘বহুমুখী প্রতিভা ও মেধার অধিকারী শেখ কামাল ক্রীড়াবিদের পাশাপাশি রাজনীতিতেও ছিলেন সরব। দেশের ক্রীড়াঙ্গণকে এগিয়ে নিতে তাঁর স্বপ্নও ছিল আকাশছোঁয়া।’ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বড় ছেলে শেখ কামালের ৭১ তম জন্মবার্ষিকীতে ভার্চুয়াল আলোচনায় তিনি এসব কথা বলেন। গণভবন থেকে অনুষ্ঠানে যুক্ত হয়ে শেখ হাসিনা বলেন, ‘ভোটে নির্বাচিত হয়ে ক্ষমতায় বসেছিলেন বলেই, ১৫ আগস্টের ঘটনার বিচার করতে পেরেছিলেন।’ তিনি বলেন, ‘সম্ভাবনাময় এই তরুণের শূন্যতা কোনদিনই পূরণ হবার নয়। সে ছোটবেলাতেই অনেক দায়িত্বশীল ছিল। কামাল আজকে নেই, কিন্তু তার চিন্তা-ভাবনাগুলো রয়েছে।’ প্রধানমন্ত্রী বলেন, ‘ক্রীড়া, সংস্কৃতি, রাজনীতিসহ সব ক্ষেত্রেই দায়িত্বশীল ছিলো কামাল। ক্ষমতায় না এলে হয়তো বিচারই হতো না ১৫ আগস্টের নারকীয় হত্যাযজ্ঞের। পরে অনলাইনে সংযুক্ত আলোচকদের নিয়ে শেখ কামালসহ ৭৫’এর দুঃসহ রাতে প্রাণ হারানো পরিবারের শহীদ সদস্যদের জন্য মোনাজাত করেন সরকার প্রধান শেখ হাসিনা। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বড় ছেলে শেখ কামাল। ১৯৪৯ সালের এই দিনে বঙ্গমাতার কোলে জন্মেছিলেন বহুমুখী প্রতিভাধর এই গুণীজন। মাত্র ২৬ বছর বেঁচে ছিলেন তুখোড় মেধাবী এই ক্ষণজন্মা। একাধারে তিনি যেমন ছিলেন মুক্তিযোদ্ধা, তেমনই দেশের ক্রীড়াঙ্গণ, সাংস্কৃতিক আন্দোলন ও মানুষের অধিকার আদায়ের সংগ্রামেও যথেষ্ঠ সরব ছিলেন রাজনীতির মাঠেও। টগবগে এই তরুণ যখন স্বাধীনতা পরবর্তী সময়ে দেশ গড়ার নতুন যুদ্ধে লিপ্ত, তখনই তাকে ১৫ আগষ্ট ঘাতকের বুলেটে পৃথিবী থেকে বিদায় নিতে হয় পরিবারের অন্যান্য সদস্যদের মতো। বঙ্গবন্ধু পরিবারের এই সন্তান বেঁচে থাকলে ৭১ বছরে পা রাখতেন। তাঁর জন্মবার্ষিকী উপলক্ষে জাতীয় ক্রীড়া পরিষদ বিশেষ ভার্চুয়াল সভার আয়োজন করে। এতে সংযুক্ত বিশিষ্টজনরা শেখ কামালের অবদান স্বীকার করে স্মৃতিচারণ করেন। Share this:FacebookX Related posts: চালু হলো দেশের প্রথম এক্সপ্রেসওয়ে দেশের সকল শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা ২৫ মার্চ থেকে দেশের সব দোকান বন্ধ দেশের প্রায় অর্ধেক অঞ্চলে ঝড়ের সম্ভাবনা দেশের অর্ধেক অঞ্চলে ঝড়-বৃষ্টির সম্ভাবনা দেশের অবস্থান নষ্ট করেছে শাহেদ: স্বরাষ্ট্রমন্ত্রী দেশের ১৭ অঞ্চলে বৃষ্টিপাতের সম্ভাবনা দেশের অর্ধেক অঞ্চলে ঝড়বৃষ্টি হতে পারে আজ দেশের ১২ অঞ্চলে আজ ঝড়বৃষ্টি হতে পারে প্রণোদনা প্যাকেজ দেশের অর্থনীতি সচল রেখেছে :প্রধানমন্ত্রী দেশের ৭ অঞ্চলে ঝড়বৃষ্টি হতে পারে আজ দেশের সর্ববৃহৎ রেল সেতুর নির্মাণ কাজের উদ্বোধন SHARES Matched Content জাতীয় বিষয়: আকাশছোঁয়া’এগিয়ে নিতেক্রীড়াঙ্গণকেদেশেরশেখ কামালের স্বপ্ন ছিল