সিনহা হত্যা: প্রদীপকে জিজ্ঞাসাবাদ করতে জেলগেটে তদন্ত কমিটি

প্রকাশিত: ৯:৩২ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২, ২০২০

অনলাইন ডেস্ক : অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা হত্যা মামলায় গ্রেফতার টেকনাফের সাবেক ওসি প্রদীপ কুমার দাশকে জিজ্ঞাসাবাদের জন্য কক্সবাজার কারাগারে পৌঁছেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তদন্ত কমিটি।

বুধবার বেলা পৌনে ১১টার দিকে তদন্ত কমিটির সদস্যরা কারাগারে পৌঁছান। এ তথ্য জানান কক্সবাজার কারাগারের তত্ত্বাবধায় মো. মোকাম্মেল হোসেন। এর আগে ওসি প্রদীপ কুমার দাশকে ৪ দফায় ১৫ দিনের জিজ্ঞাসাবাদ শেষে মঙ্গলবার বিকেলে কারাগারে পাঠানো হয়।

সিনহা হত্যার ঘটনা তদন্তে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কমিটি প্রতিবেদন জমা দেওয়ার জন্য আগামী ৭ সেপ্টেম্বর পর্যন্ত সময় পেয়েছে বলে সোমবার রাতে এ তদন্ত কমিটির প্রধান মোহাম্মদ মিজানুর রহমান জানান।

এর আগে সময় বাড়ানোর পরও রিমান্ডে থাকা সিনহা হত্যা মামলার আসামি টেকনাফ থানার সাবেক ওসি প্রদীপ কুমার দাশের সঙ্গে কথা বলতে পারেনি এই তদন্ত কমিটি।

গত ৩১ জুলাই রাতে টেকনাফের মারিশবনিয়া পাহাড়ে ভিডিওচিত্র ধারণ করে মেরিন ড্রাইভ সড়ক দিয়ে কক্সবাজারের হিমছড়ি এলাকার নীলিমা রিসোর্টে ফেরার পথে শামলাপুর এপিবিএনের তঠমঠাশি চৌকিতে পুলিশের গুলিতে নিহত হন মেজর (অব.) সিনহা মো. রাশেদ খান।

গত ০৫ অগাস্ট এ ঘটনায় কক্সবাজার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হত্যা মামলা দায়ের করেন সিনহা মো. রাশেদ খানের বড় বোন শারমিন শাহরিয়া ফেরদৌস। এতে টেকনাফ থানার বরখাস্তকৃত ওসি প্রদীপ কুমার দাশসহ পুলিশের ৯ জনকে আসামি করা হয়।

এই মামলায় এখন পর্যন্ত পুলিশের ৭ জন, এপিবিএনের ৩ জন এবং স্থানীয় ৩ জন বাসিন্দা (পুলিশের মামলার সাক্ষী) গ্রেফতার হয়েছেন। ১৩ আসামির সবাই কারাগারে আছেন। দফায় দফায় তাদের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করছে র‌্যাব। আদালতের নির্দেশে র‌্যাব মামলাটি তদন্তের দায়িত্ব পেয়েছে।

এই মামলায় গত ১৮ অগাস্ট প্রথম দফায় ৭ দিন, ২৪ অগাস্ট দ্বিতীয় দফায় ৪ দিন, ২৮ অগাস্ট তৃতীয় দফায় ৩ দিন এবং সর্বশেষ সোমবার চতুর্থ দফায় এক দিনের জন্য হেফাজতে নিয়ে প্রদীপকে জিজ্ঞাসাবাদ করে র‍্যাব।