সিনহা হত্যা: র‌্যাব কার্যালয়ে ৭ আসামি

প্রকাশিত: ৯:৩৮ অপরাহ্ণ, আগস্ট ১৪, ২০২০

নিজস্ব প্রতিবেদক : মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান হত্যা মামলায় চার পুলিশ সদস্যসহ সাত আসামিকে জিজ্ঞাসাবাদের জন্য র‌্যাব হেফাজতে নেয়া হয়েছে।
শুক্রবার সকালে কারাগার থেকে তাদের র‌্যাব কার্যালয়ে নেয়া হয়। তবে ওসি প্রদীপসহ ৩ পুলিশকে পরে জিজ্ঞাসাবাদ করা হবে।

এর আগে বুধবার দুপুরে কক্সবাজারের জ্যেষ্ঠ বিচারিক হাকিম আদালতের বিচারক পুলিশের দায়ের করা হত্যা মামলার ৩ সাক্ষী এবং ৪ পুলিশ সদস্যের সাত দিন করে রিমান্ড মঞ্জুর করেন।

চার পুলিশ সদস্য হলেন, কনস্টেবল সাতানুর করিম, কামাল হোসেন, আবদুল্লাহ আল মামুন ও এএসআই লিটন মিয়া। গতকাল তাদের রিমান্ড শুরু করার কথা থাকলেও তাদের নেয়া হয়নি।

গত ৩১ জুলাই পুলিশের গুলিতে নিহত হন সাবেক সেনা কর্মকর্তা সিনহা মো. রাশেদ খান। এ ঘটনায় তার বড় বোন শারমিন শাহরিয়া ফেরদৌস পুলিশের ৯ জনকে আসামি করে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে গত ৫ আগস্ট হত্যা মামলা দায়ের করেন।

অন্যদিকে পুলিশের পক্ষ থেকে এর আগে রামু ও টেকনাফ থানায় ৩টি মামলা দায়ের করা হয়। এই ৩টি মামলায় আসামি করা হয়েছে সিনহার সঙ্গী সাহেদুল ইসলাম সিফাত ও শিপ্রা রাণী দেবনাথকে। ৪টি মামলারই তদন্তভার এখন র‌্যাবের হাতে।