ইসি সুবিধা নিলেও নিজেদের দায়িত্ব পালন করছে না

প্রকাশিত: ৭:১৪ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২, ২০২০

নিউজ ডেস্ক : বর্তমান নির্বাচন কমিশন (ইসি) সরকারি সব সুযোগ-সুবিধা গ্রহণ করবে, কিন্তু নিজেদের ওপর অর্পিত দায়িত্ব পালন করছে না বলে জানিয়েছেন দেশের কয়েকজন বিশিষ্ট ব্যক্তি। তারা বলেন, নির্বাচন কমিশন (ইসি) নিজেরাই নিজেদের ক্ষমতাহীন করতে চায়। আইন সংস্কারের মাধ্যমে নিজেদের ক্ষমতা খর্ব করে তারা সরকারের হাতে দায়িত্ব তুলে দিতে চায়।

বুধবার (২ সেপ্টেম্বর) সুশাসনের জন্য নাগরিক (সুজন) আয়োজিত অনলাইন গোলটেবিল আলোচনায় বক্তারা এসব কথা বলেন। গণপ্রতিনিধিত্ব আদেশ সংশোধনসহ ইসির কয়েকটি আইন প্রণয়নের উদ্যোগের প্রসঙ্গ টেনে এসব কথা বলেন তারা।

সুজনের সভাপতি এম হাফিজউদ্দিন আহমেদের সভাপতিত্বে অনলাইন আলোচনায় অংশ নেন—সাবেক নির্বাচন কমিশনার ড. এম সাখাওয়াত হোসেন, বিশিষ্ট আইনজীবী ড. শাহদীন মালিক, বিচারপতি আবদুল মতিন, সাবেক সচিব আলী ইমাম মজুমদার, ড. আসিফ নজরুল, সিনিয়র সাংবাদিক সোহরাব হাসান, সঞ্জীব দ্রং, সুজন নেতা আবু নাসের বখতিয়ার, ফখরুল আলম রেঞ্জু, ইকরাম হোসেন, সাংবাদিক কাজী জেবেল আহমেদ প্রমুখ।

অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন সুজনের কেন্দ্রীয় সমন্বয়কারী দিলীপ কুমার সরকার। সভা পরিচালনা করেন সুজন সম্পাদক ড. বদিউল আলম মজুমদার।

বদিউল আলম মজুমদার বলেন, ‘নির্বাচন কমিশন নির্বাচনি ব্যবস্থা ধ্বংস করে জনগণের ভোটাধিকার হনন করেছে। তারা আইন প্রণয়নের মাধ্যমে নিজেদের স্থায়ীভাবে পঙ্গু করতে চাচ্ছে। ভবিষ্যতে একটি ভালো কমিশন পাওয়ার পথ রুদ্ধ করছে।

আলোচনায় সাবেক নির্বাচন কমিশনার এম সাখাওয়াত হোসেন বলেন,এই কমিশনের একটি ভালো দিক রয়েছে। তা হলো একজন কমিশনারকে প্রায়ই নোট অব ডিসেন্ট দিতে দেখি। এর মাধ্যমে আমরা অনেক তথ্য জানতে পারি।

তিনি বলেন,পৃথিবীতে তিন টাইপের নির্বাচন কমিশন আছে। ইনডিপেনডেন্ট কমিশন, গভর্নমেন্টাল কমিশন এবং মিক্সড কমিশন। মিক্সড কমিশনে সরকারের একটা উইং থাকে, তারা ইসিকে প্রসেস বলে দেয় কমিশন তা বাস্তবায়ন করে। আমাদের সংবিধানে ইনডিপেনডেন্ট কমিশনের কথা বলা আছে। কিন্তু সন্দেহ হচ্ছে আমরা সেই মিক্সড কমিশনের দিকে যাচ্ছি। যেখানে সরকারের উইং ডিকটেড করবে হাউ টু কনডাক্ট পোল।

ড. শাহদীন মালিক বলেন,বাংলাদেশের ইতিহাসে ক্ষমতাসীন সরকারের অধীনে যতগুলো নির্বাচন হয়েছে,তার সবগুলোতেই ক্ষমতাসীনরাই জয়ী হয়েছে। বিপরীতে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে যে নির্বাচনগুলো হয়েছে তার কোনোটিতেই ক্ষমতাসীনরা জিততে পারেনি। কাজেই এটা বলা যেতে পারে, ভবিষ্যতেও ক্ষমতাসীনদের অধীনে ভোট হলে তারাই জিতবে। তবে, ৫ জানুয়ারির নির্বাচনের আগে নির্বাচনকালে একটি চেক অ্যান্ড ব্যালান্সের প্রস্তাবনা এসেছিল। কিন্তু একটি দলের অনড় অবস্থানের কারণে সেটা হয়নি।

আইন সংশোধন সরকার ও সংসদের বিষয় উল্লেখ করে তিনি বলেন,নির্বাচন কমিশনের স্বপ্রণোদিত হয়ে আইন সংস্কারের উদ্যোগ এখতিয়ারবহির্ভূত। কমিশন আইন সংস্কার করে দেশের ক্ষতি করছে। ভবিষ্যতে আমাদের যে একটা ভালো কমিশন পাওয়ার সুযোগ রয়েছে, সেটা নষ্ট করা হচ্ছে।

আলী ইমাম মজুমদার বলেন আইন সংশোধনের প্রক্রিয়ার মাধ্যমে কমিশন নিজেদের ক্ষমতাহীন করতে চাচ্ছে।’সুস্থ নির্বাচনে বাধ্য করা না গেলে এই ধরনের প্রক্রিয়া চলতে থাকবে উল্লেখ করে তিনি বলেন,এই পথ রুদ্ধ করতে হলে রাজনৈতিক দলসহ সবাইকে সোচ্চার হতে হবে। তবে রাজনৈতিক দলগুলোর মধ্যে আমরা সোচ্চার হওয়ার প্রবণতা দেখতে পাই না।’

স্থানীয় সরকার বিশেষজ্ঞ ড. তোফায়েল আহমেদ বলেন,যে নির্বাচন কমিশন দেশে সুস্থ নির্বাচন করতে ব্যর্থ হয়েছে,তাদের আইনের হাত দেওয়ার এখতিয়ার আছে বলে আমি মনে করি না। তবে, মনে হয় নিজেদের ব্যর্থতাগুলো ঢাকতে নিজেরাই ক্ষমতাহীন হতে চায়।

আসিফ নজরুল বলেন,আমার মনে হচ্ছে নির্বাচন কমিশন বেতন-ভাতা ও মর্যাদাসহ সরকারি সব সুযোগ সুবিধা ভোগ করতে চায়, কিন্তু নিজেদের দায়িত্বটা পালন করতে চায় না। এ জন্য দায়িত্ব পালনের বাধ্যবাধকতা থেকে নিজেদের মুক্ত করতেই তারা আইন সংশোধন করতে চাচ্ছে। তারা সঠিকভাবে দায়িত্ব পালন করতে পাচ্ছে না বলে সরকারের ওপর দায়িত্বটা দিতে চায়।