আইপিএল থেকে সরে যাওয়ার ঘটনায় অবশেষে মুখ খুললেন রায়না দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম প্রকাশিত: ৫:১৩ অপরাহ্ণ, আগস্ট ৩০, ২০২০ স্পোর্টস ডেস্ক :যে টুর্নামেন্টের জন্য এত শিহরণ, এতদিনের অপেক্ষা-সেই টুর্নামেন্ট থেকে নিজেই সরে গেলেন সুরেশ রায়না আইপিএল মানেই টাকার ঝনঝনানি। বছরময় এই একটি টুর্নামেন্টের দিকেই তাকিয়ে থাকেন ক্রিকেটাররা। অথচ দরজায় যখন দাঁড়িয়ে এবারের আসর, এমন সময়ে না বলার মতো কঠিন সিদ্ধান্তটা কি করে নিলেন রায়না? অথচ টুর্নামেন্টে অংশ নিতে সংযুক্ত আরব আমিরাতেও গিয়েছিলেন রায়না। সেখানে গিয়েই জানান, এবারের আসরে আমি খেলব না। কিন্তু কি মনে করে এভাবে হঠাৎ দেশে ফিরে আসার সিদ্ধান্ত নিলেন? এ নিয়ে জল্পনা চলছে ক্রিকেট মহলে। জানা গেছে, করোনাভাইরাস যে ভাবে চেন্নাই সুপার কিংস শিবিরে হানা দিয়েছে, তাতেই ভয় পেয়ে গিয়েছেন রায়না। নিজের দুই সন্তান, চার বছরের গ্রেসিয়া ও মাত্র পাঁচ মাসের রিয়োকে নিয়েই চিন্তিত তিনি। দৈনিক জাগরণকে ভারতের বাঁহাতি এই ব্যাটসম্যান বলেছেন,সন্তানের থেকে কোনও কিছুই গুরুত্বপূর্ণ নয়। তার এমন কথায় স্পষ্ট, করোনার মধ্যে বাইরে খেলতে গিয়ে আক্রান্ত হলে সন্তানদেরও ঝুঁকিতে ফেলে দেবার সম্ভাবনা থাকবে, সে কথা ভেবেই আইপিএল থেকে সরে গেছেন টুর্নামেন্টের অন্যতম সেরা ক্রিকেটার। চেন্নাই সুপার কিংস শিবিরে ১৩ জনের করোনা হয়েছে। তার মধ্যে দীপক চাহার ও ঋতুরাজ গায়কোয়াড়ের মতো ক্রিকেটারও রয়েছেন। শোনা যাচ্ছে, করোনা সংক্রমণের হার দেখে দুবাইয়ে থাকা আর ঠিক বলে মনে করেননি রায়না। ‘ব্যক্তিগত কারণ’ দেখিয়ে দেশে ফিরে এসেছেন। শনিবার দেশে ফিরে নয়াদিল্লির বাসস্থানে রায়না নাকি কোয়ারেন্টাইনে চলেও গিয়েছেন। রায়নার দেশে ফেরার আরেকটি বড় কারণ হতে পারে পারিবারিক বিপর্যয়। পাঞ্জাবের পাঠানকোটে গত ১৯ অগস্ট রাতে দুষ্কৃতিদের আক্রমণে প্রাণ হারিয়েছেন তার চাচা অশোক কুমার, চাচীর অবস্থাও আশঙ্কাজনক। এছাড়া দুই চাচাতো ভাইও আহত হয়েছেন এই ঘটনায়। সবমিলিয়ে চারদিক অন্ধকার হয়ে এসেছে রায়নার। এমতাবস্থায় খেলায় মনোযোগই বা দিতেন কি করে Share this:FacebookX Related posts: ওপেনিংয়ে না খেলালে সে পাকিস্তান দল থেকে বাদ পড়বে অবশেষে ন্যু ক্যাম্পে মুখোমুখি মেসি-রোনালদো দর্শক উচ্ছৃঙ্খলায় বাফুফেকে ফিফার জরিমানা টাইগারদের ওয়ানডে দলে ব্যাপক রদবদল, দুই নতুন মুখ তীব্র বাতাসে বাংলাদেশের দিকে নিম্নচাপ, মোংলা থেকে ৫৬০ কিমি দূরে ফাইনালেও ভালো কিছুর আশা শান্তর বায়ার্নের ১৩ মিনিটের ঝলক তৃতীয় ফাইনালের খোঁজে হায়দরাবাদ, প্রথমের অপেক্ষায় দিল্লি সিলেটে হবে অনূর্ধ্ব-১৯ দলের ক্যাম্প রাজকীয় প্রত্যাবর্তন সাকিবের, বোলিংয়ে এসেই নিলেন ৩ উইকেট ভারতকে পেছনে ফেলল বাংলাদেশ সিরিজ জিততে বাংলাদেশের টার্গেট ১৪৯ SHARES Matched Content খেলাধুলা বিষয়: অবশেষেআইপিএলখুললেনঘটনায়থেকেমুখযাওয়াররায়নাসরে