ভারতীয় ভিসা উন্মুক্তের বিষয়ে যা বললেন রীভা গাঙ্গুলি

প্রকাশিত: ১০:৪৬ অপরাহ্ণ, আগস্ট ১৩, ২০২০

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশীদের জন্য ভারতের ভিসা দ্রুত সময়ের মধ্যেই চালু হবে বলে আশা প্রকাশ করেছেন ঢাকায় নিযুক্ত ভারতের হাই কমিশনার রীভা গাঙ্গুলি দাশ।

তিনি বলেন, করোনা পরিস্থিতির উন্নতি হলেই যত দ্রুত সম্ভব বাংলাদেশীদের জন্য ভারতের ভিসা চালু হবে। বৃহস্পতিবার সকালে সচিবালয়ে নৌপরিবহন প্রতিমস্ত্রী খালিদ মাহমুদ চৌধুরীর সাথে বিদায়ী সাক্ষাত শেষে একথা বলেন তিনি।

তিনি বলেন, বাংলাদেশ ভারতের সম্পর্ক এখন খুবই ভালো। বিশেষত করোনা পরিস্থিতিতে দুই দেশ একসাথে কাজ করেছে। এই মুহুর্তে ফ্লাইট চালু না থাকায় নিয়মিত ভিসা দেওয়া হচ্ছে না বলে জানান তিনি।

ভারতে বাংলাদেশিদের জন্য কবে নাগাদ ভিসা চালু হচ্ছে জানতে চাইলে হাইকমিশনার বলেন, ‘খুব ইর্মাজেন্সি মেডিকেল ভিসা, বিজনেস ভিসা আমরা দিচ্ছি বাই এয়ার। চেষ্টা করছি এটা যত তাড়াতাড়ি নরমাল হয়। এখনো যারা খুব ইর্মাজেন্সি রোগী তাদের ভিসা দেওয়া হয়।’

সাধারণ ভিসা কবে নাগাদ চালু হবে-এমন প্রশ্নের জবাবে রীভা গাঙ্গুলি দাশ বলেন, ‘সেটা চেষ্টা করছি আমরা। কারণ ফ্লাইটটা ঠিক নরমালি না চললে আর এখনো তো কোভিড উঁচু-নিচু হতে থাকে। কিন্তু আমরা এটা নিয়ে কাজ করছি।’