আল্লামা শফীর অবস্থা সংকটাপন্ন দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম প্রকাশিত: ৭:০১ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১৮, ২০২০ অনলাইন ডেস্ক : হেফাজতে ইসলামের আমির আল্লামা শাহ আহমদ শফীর শরীরিক অবস্থা সংকটাপন্ন। উন্নত চিকিৎসার জন্য এয়ার অ্যাম্বুলেন্সে করে তাকে ঢাকায় আনা হচ্ছে। এর আগে চট্টগ্রামের হাটহাজারী দারুল উলুম মুঈনুল ইসলাম মাদ্রাসার সাবেক মহাপরিচালক (মুহতামিম) ও হেফাজতে ইসলামের আমির আল্লামা শাহ আহমদ শফীকে বৃহস্পতিবার মধ্য রাতে একটি অ্যাম্বুলেন্সে করে তাকে হাটহাজারী মাদ্রাসা থেকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। সংশ্লিষ্ট সূত্র জানায়, মাদ্রাসার দায়িত্ব থেকে পদত্যাগের পর রাত ১২টার দিকে ফায়ার সার্ভিসের অ্যাম্বুলেন্সে করে আল্লাম শফীকে হাসপাতালে নেওয়া হয়। এর আগে মাদ্রাসার প্রধান গেটের সামনে প্রায় আধা ঘণ্টা আল্লামা শফীকে বহনকারী অ্যাম্বুলেন্সটি আটকে রেখেছিল আন্দোলনরত ছাত্ররা। রাতে চট্টগ্রামের হাটহাজারীর দারুল উলুম মঈনুল ইসলাম মাদ্রাসার মহাপরিচালকের পদ থেকে সরে দাঁড়ান হেফাজতে ইসলামের নেতা আল্লামা শাহ আহমদ শফী। এরপর মাদ্রাসার শুরা কমিটির সদস্য মাওলানা নোমান ফয়জী জানান, এখন থেকে মাদ্রাসা পরিচালনা করবে শূরা কমিটি। আল্লামা আহমদ শফীর ছেলে আনাস মাদানি ও মাদ্রাসার শিক্ষক নুর ইসলামকে আজীবনের জন্য বহিষ্কার করা হয়েছে। শূরা কমিটি পরবর্তী সভায় নতুন মুহতামিম নির্ধারণ করবে। Share this:FacebookX Related posts: থানা হবে অসহায়-নিপীড়িত মানুষের আস্থার প্রতীক : আইজিপি সারাদেশে ভিটামিন-এ ক্যাপসুল খাওয়ানো হবে শনিবার সরকারি চাকরিতে অষ্টম গ্রেড বা ওপরের পদেও কোটা থাকবে না শিশুকাল থেকে গণতন্ত্রের চর্চা হচ্ছে : শিক্ষামন্ত্রী এসএসসি ও সমমানের পরীক্ষায় বসেছে সাড়ে ২০ লাখ শিক্ষার্থী অনুমোদন হয়নি ঢাকাসহ সারা দেশে এলাকাভিত্তিক লকডাউন সর্বোচ্চ মৃত্যু ঢাকার পর চট্টগ্রামে, সর্বনিম্ন ময়মনসিংহে করোনা: একদিনে সুস্থ ৩ হাজারেরও বেশি ইউএনও’র অবস্থা সংকটাপন্ন করোনায় একদিনে আড়াই হাজারের বেশি সুস্থ ‘বিট কয়েন’ মূল প্রতারক গাজীপুরে গ্রেপ্তার শেষপর্যন্ত ভাঙাতেই হচ্ছে কমলাপুর স্টেশন SHARES Matched Content জাতীয় বিষয়: আল্লামা শফীর অবস্থাসংকটাপন্ন