আত্রাইয়ে ভ্রাম্যমান আদালতে দুই মাদক ব্যবসায়ীর সাজা

প্রকাশিত: ১১:০২ অপরাহ্ণ, আগস্ট ১০, ২০২০

নাজমুল হক নাহিদ, আত্রাই (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর আত্রাইয়ে মাদক বিক্রয়ের দায়ে দুই মাদক ব্যবসায়ীকে কারাদন্ড প্রদান করেছেন ভ্রাম্যমাণ আদালত।সোমবার সকাল ১০টার দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমাণ আদালতের বিচারক মো. ছানাউল ইসলাম তাদের এই সাজা প্রদান করেন।
কারদন্ডপ্রাপ্তরা হলেন, উপজেলার জয়সাড়া গ্রামের সায়েদ আলীর ছেলে লালন (২৪) ও বিপ্রবোয়ালিয়া গ্রামের নিতাই শাহ্ ছেলে সজিত শাহ্ (২৫)।

এ বিষয়ে আত্রাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোসলেম উদ্দিন জানান, গোপন সংবাদের ভিত্তিতে আত্রাই থানা এসআই প্রদীপ সঙ্গীয় ফোসসহ বিপ্রবোয়ালিয়া এলাকায় অভিযান পরিচালনা করে ওই দুই মাদক ব্যবসায়ীকে গাঁজা বিক্রয়কালে গাঁজাসহ আটক করে। পরে আত্রাই উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও ভ্রাম্যমাণ আদালতের বিচারক ছানাউল ইসলাম ভ্রাম্যমান আদালতে দুই জনের ৫শত টাকা জরিমানা ও ৪ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন। সোমবার সকালে তাদের নওগাঁ জেলা হাজতে প্রেরণ করা হয়েছে বলেও জানান তিনি।