অমিত শাহের সুস্থতা কামনায় স্বরাষ্ট্রমন্ত্রীর বার্তা দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম প্রকাশিত: ৯:৩৮ অপরাহ্ণ, আগস্ট ৪, ২০২০ স্টাফ রিপোর্টার : করোনা আক্রান্ত ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সুস্থতা কামনা করেছেন বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। অমিত শাহ করোনা পজেটিভ হয়ে হাসপাতালে ভর্তির খবরে গভীর উদ্বেগ জানিয়ে ঢাকা থেকে পাঠানো এক বার্তায় তার দ্রুত সুস্থতা কামনা করেন আসাদুজ্জামান খান কামাল। মঙ্গলবার (৪ আগস্ট) নয়া দিল্লীতে বাংলাদেশ হাইকমিশন থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। স্বরাষ্ট্রমন্ত্রী বার্তায় বলেন, এ কঠিন সময়ে আমাদের শুভকামনা ও দোয়া রইল আপনার জন্য। এছাড়াও করোনা মোকাবিলায় ঢাকার প্রতি নয়া দিল্লীর সহযোগিতারও প্রসংশা করেন বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি আশা করেন, দ্রুতই সম্মিলিত সহযোগিতায় এ দুঃসময়কে পরাজিত করে স্বাভাবিক জীবন যাত্রা ফিরে আসবে। ভারতে করোনা ব্যবস্থাপনা ও পরিস্থিতি নিয়ন্ত্রণে অমিত শাহের দক্ষ নেতৃত্বের প্রসংশাও করেন আসাদুজ্জামান খান কামাল। Share this:FacebookX Related posts: বহির্বিশ্বে বাংলাদেশ এখন রোল মডেল : রাষ্ট্রপতি সারাদেশে ভিটামিন-এ ক্যাপসুল খাওয়ানো হবে শনিবার সরকারি শিল্প আলোর মুখ দেখে না : প্রধানমন্ত্রী যে কারণে কাঁদলেন দুই বোন ভিসার মেয়াদ শেষ হলেও ফেরার সুযোগ পাবেন কাতার প্রবাসীরা স্বাধীনতা পদকের তালিকা থেকে বাদ রইজ উদ্দিন বিশেষ ফ্লাইটে দুবাই থেকে ফিরলেন ২৬২ বাংলাদেশি ৯৯৯ এ ফোন, লঞ্চে আটকে পড়া দুই শতাধিক যাত্রী উদ্ধার গায়ে হলুদে হেলমেটবিহীন শোডাউনের বিচার দাবি যাত্রী অধিকার আন্দোলনের ফেসবুকে বন্ধুত্ব করে টাকা আত্মসাৎ, গ্রেফতার ১৫ ঢাকা ও রংপুরে বসছে নতুন রাডার মাস্ক পরা নিশ্চিতে সরকারের নতুন পদক্ষেপ SHARES Matched Content জাতীয় বিষয়: অমিত শাহেরসুস্থতা কামনায়স্বরাষ্ট্রমন্ত্রীর বার্তা