যে কারণে কাঁদলেন দুই বোন দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম প্রকাশিত: ৭:৫৬ অপরাহ্ণ, জানুয়ারি ১০, ২০২০ নিউজ ডেস্কঃ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তনের দিন অর্থাৎ ১০ জানুয়ারি প্রতিবছরই উদযাপন করে বাঙালি জাতি।কিন্তু এবারই প্রথম ব্যতিক্রমী উদযাপনে রাজধানীর তেজগাঁও জাতীয় প্যারেড গ্রাউন্ডে বঙ্গবন্ধুর সেই প্রত্যাবর্তনের দৃশ্য প্রতীকীভাবে উপস্থাপন করা হয়েছে।যা দেখে বঙ্গবন্ধুর দুই কন্যাসহ সবার মধ্যেই একটি আবেগঘন মুহূর্তের সৃষ্টি হয়।শুক্রবার (১০ জানুয়ারি) বিকেলে প্যারেড গ্রাউন্ডে জাঁকালো অনুষ্ঠানে মুজিববর্ষের লোগো উন্মোচন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।ঐতিহাসিক ১০ জানুয়ারি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দেশে ফেরার প্রতীকী অবতরণ দেখে কেঁদেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কেঁদেছেন তার বোন শেখ রেহানাও।এদিন বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে লেজার শো এর মাধ্যমে বঙ্গবন্ধুর অবয়ম ফুটিয়ে তোলা হয়।বিকাল ৪টা ৩৫ মিনিট, জাতির পিতা বঙ্গবন্ধুকে নিয়ে বিমান বাংলাদেশের উড়োজাহাজ (সি-১৩০জে) তোজগাঁও পুরাতন বিমানবন্দরে অবতরণ করলেন। সঙ্গে সঙ্গে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু; স্লোগানে কেঁপে উঠল সদ্য স্বাধীন বাংলার আকাশ বাতাস।দৃশ্যটি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তনের প্রতীকী দৃশ্য।বঙ্গবন্ধুর জন্মশত বার্ষিকী উদযাপনে ক্ষণগণনার উদ্বোধনী অনুষ্ঠানে জাতীয় প্যারেড গ্রাউন্ডে (তেজগাঁও পুরাতন বিমানবন্দর) স্বদেশ প্রত্যাবর্তনের প্রতীকী দৃশ্যটি দেখানো হয়। তখন স্মৃতিতে ভেসে ওঠে ১৯৭২ সালের সেই দিন।প্লেনটি পুরোপুরি থামার পর জাতির পিতার শারীরিক উপস্থিতি না থাকলেও লেজার লাইটের মাধ্যমে তার অবয়ব বিমানের দরজায় ফুটিয়ে তোলা হয়।বঙ্গবন্ধুর অবয়বের আলোটি ধীরে ধীরে সিঁড়ি দিয়ে নেমে লালগালিচার মাথায় এসে থেমে যায়।আর এই আলোকে স্বাগত জানায় নেতাকর্মীরা ও নবপ্রজন্মের ১৫০ শিক্ষার্থীর প্রতিনিধি দল।আর এভাবেই শুরু হয় মুজিববর্ষের কাউন্টডাউন শুরুর আনুষ্ঠানিকতা। Share this:FacebookX Related posts: কৃষি ও কৃষকের জন্য কৃষি সাংবাদিকতা যে কারণে জরুরি যুদ্ধাপরাধী আবদুস সুবহান মারা গেছেন খালেদা জিয়া প্যারোলের আবেদন করলে বিবেচনা করা হবে-তথ্যমন্ত্রী মার্চেই তাপমাত্রা হবে ৩৮ ডিগ্রি আরো দুদিন ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা ঝুলন্ত তার ভূগর্ভে নেয়ার উদ্যোগ ডিএনসিসির ঘরে থেকেই পড়াশোনা চালিয়ে যেতে হবে শিক্ষার্থীদের : প্রধানমন্ত্রী ‘শিশুদের ভবিষ্যত রচনায় কাজ করে যাচ্ছে সরকার’ অধূমপায়ীদের তুলনায় ধূমপায়ীদের করোনা আক্রান্তের ঝুঁকি ১৪ গুণ বেশী প্রথম ধাপে টিকা পাবেন ৮ দশমিক ৬৮ শংতাশ মানুষ ‘বিট কয়েন’ মূল প্রতারক গাজীপুরে গ্রেপ্তার ১০ লাখ শীতার্তের পাশে দাঁড়াতে কাতার চ্যারিটির ‘মিলিয়ন স্মাইলস’ক্যাম্পেইন শুরু SHARES Matched Content জাতীয় বিষয়: কাঁদলেনকারণেদুই বোনযে