করোনায় মৃত ব্যক্তির প্রতি অমানবিক হবেন না : স্বাস্থ্য অধিদফতর দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম প্রকাশিত: ৪:৩২ অপরাহ্ণ, জুন ২৮, ২০২০ স্টাফ রিপোর্টার : করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করা ব্যক্তিদের প্রতি অমানবিক না হওয়ার আহ্বান জানিয়েছে স্বাস্থ্য অধিদফতর। পাশাপাশি যারা করোনায় মৃত ব্যক্তির সৎকার করছেন, তাদের প্রতি বিশেষ কৃতজ্ঞতা প্রকাশ করেছে অধিদফতর। রবিবার (২৮ জুন) দুপুরে নিয়মিত হেলথ বুলেটিনে এ তথ্য জানান স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা। তিনি বলেন, ‘জনসাধারণের প্রতি বিশেষ অনুরোধ, যারা করোনায় আক্রান্ত হয়ে মারা যাচ্ছেন, তাদের প্রতি অমানবিক হবেন না। প্রত্যেকটি মরদেহের প্রতিই আমাদের সম্মান জানানো উচিত। সঠিকভাবে তাদের দাফন বা সৎকার করা দরকার। সেজন্য একজন মানুষ মারা গেলে যথাযথভাবে যাতে সৎকার হয়, সে ব্যাপারে সবাইকে সাহায্য করার জন্য আহ্বান জানাচ্ছি।’ নাসিমা সুলতানা বলেন, ‘কৃতজ্ঞতা জানাই সেসব ব্যক্তিদের, যারা করোনায় আক্রান্ত মৃত ব্যক্তিদের দাফন বা সৎকারে অংশগ্রহণ করছেন। তাদের প্রতি বিশেষ শ্রদ্ধা ও কৃতজ্ঞতা।’ এছাড়াও করোনা মোকাবিলায় কাজ করা সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি। Share this:FacebookX Related posts: দেশে করোনায় মৃত্যুর সংখ্যা বেড়ে ৮৪ করোনায় আরও ৫ মৃত্যু, নতুন শনাক্ত ৬৮৮ দেশে করোনায় নতুন মৃত্যু ২১, শনাক্ত ১১৬৬ করোনায় মৃত্যুর মিছিলে আরও ৪১ জন করোনায় ২৪ ঘণ্টায় মৃত্যুর মিছিলে ৩৮ জন করোনায় আরও ৪৪ মৃত্যু , শনাক্ত ৩২০১ করোনায় আরও ২২ জনের মৃত্যু করোনায় আরও ২১ জনের মৃত্যু করোনায় আরও ২৩ জনের মৃত্যু, শনাক্ত ১১২৫ ২৪ ঘণ্টায় করোনায় সুস্থতার হার ৭৮.৩২ শতাংশ করোনায় মৃত্যু কমলেও বেড়েছে আক্রান্ত করোনায় আক্রান্ত ১০১৪ জন SHARES Matched Content জাতীয় বিষয়: অমানবিক হবেন নাকরোনায়মৃত ব্যক্তির প্রতিস্বাস্থ্য অধিদফতর