নোয়াখালীতে করোনা জয়ী পুলিশ সদস্যদের বরন করলেন পুলিশ সুপার দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম প্রকাশিত: ৮:০৫ অপরাহ্ণ, জুন ২৮, ২০২০ অনলাইন ডেস্ক : নোয়াখালীতে করোনা জয়ী পুলিশ সদস্যদের আনুষ্ঠানিক ভাবে সংবর্ধনা দেওয়া হয়েছে। রোববার জেলা পুলিশের আয়োজনে নোয়াখালী পুলিশ লাইনে করোনা জয়ী ৩১জন পুলিশ সদস্যকে এ সংবর্ধনা দেওয়া হয়। এ সময় করোনা জয়ী পুলিশ সদস্যদের হাতে ফুল তুলে দেন জেলা পুলিশ সুপার মো.আলমগীর হোসেন । এ সময় আরও উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার দীপক জ্যোতি খীসা, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) খালেদ ইবনে মালেক, বেগমগঞ্জ সার্কেল শাহজান শেখ, পুলিশ লাইনের মেডিকেল অফিসার সুব্রত কান্তি সুনীল প্রমূখ। পুলিশ সুপার মো.আলমগীর হোসেন জানান, নোয়াখালীর জেলার ৯টি থানার কর্মরত ১৫১জন পুলিশ সদস্য করোনায় আক্রান্ত হয়েছেন আক্রান্ত ৩১জন পুলিশ সদস্য প্রায় ৩ সপ্তাহ হোম আইসোলেশনে থেকে করোনা ভাইরাসকে পরাজিত করে সুস্থ হয়ে উঠেন। কাজে যোগদান উপলক্ষে উৎসাহ দিতে ভিন্নধর্মী এ অনুস্টানের আয়োজন করা হয়। বাকী সদস্যরা বিভিন্ন পর্যায়ে এখনও হোম আইসোলেশানে চিকিৎসাধীন রয়েছেন। তিনি আরও জানান, নোয়াখালীতে করোনায় আক্রান্ত পুলিশ সদস্যদের মনোবল চাঙ্গা রাখার জন্য জেলা পুলিশের পক্ষ থেকে নানা উদ্যোগ গ্রহণ করা হয়। আশা করি বাকি পুলিশ সদস্যরাও সুস্থ হয়ে দ্রুত কাজে যোগ দিতে পারবে। Share this:FacebookX Related posts: নোয়াখালীতে নিহত যুবকের করোনা রিপোর্ট নেগেটিভ নোয়াখালীতে করোনা পরীক্ষার ল্যাব উদ্বোধন নোয়াখালীতে করোনায় আক্রান্ত আরও ২০, মোট ৯৭ নোয়াখালীতে আগুনে ১২ দোকান পুড়ে গেছে ওসিসহ নোয়াখালীতে আক্রান্ত আরও ২৩জন নোয়াখালীতে থানার ওসিসহ আক্রান্ত আরও ৬২ নোয়াখালীতে আরও ৭৭জন করোনায় আক্রান্ত নোয়াখালীতে ইউপি সদস্যকে গুলি নোয়াখালীতে ৫ মাদকসেবীর কারাদণ্ড নোয়াখালীতে শিশু ও নারী ধর্ষণ, দুই ধর্ষক কারাগারে নোয়াখালীতে বীরমুক্তিযোদ্ধা হামিদুল হক বকুল স্মৃতি ব্যাডমিন্টন টুর্ণামেন্ট উদ্বোধন নোয়াখালীতে স্বাচিপের ২৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন SHARES Matched Content চট্টগ্রাম বিভাগ বিষয়: করোনা জয়ীনোয়াখালীতেপুলিশ সদস্যদেরপুলিশ সুপারবরন করলেন