করোনায় আরও ২১ জনের মৃত্যু দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম প্রকাশিত: ৪:১০ অপরাহ্ণ, অক্টোবর ১, ২০২০ অনলাইন ডেস্ক : গত ২৪ ঘণ্টায় দেশে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে আরও ২১ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ৫ হাজার ২৭২ জনে।বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তরের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, একই সময়ে করোনা শনাক্ত হয়েছে আরও এক হাজার ৫০৮ জনের মধ্যে। এ নিয়ে মোট শনাক্ত রোগীর সংখ্যা এখন ৩ লাখ ৬৪ হাজার ৯৮৭ জন। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন এক হাজার ৫৯১ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন দুই লাখ ৭৭ হাজার ০৭৮ জন। গত ০৮ মার্চ বাংলাদেশে প্রথম করোনা ভাইরাসে আক্রান্তের খবর পাওয়া যায়। আর ১৮ মার্চ এ ভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম মৃত্যুর খবর জানায় আইইডিসিআর। করোনা ভাইরাস প্রতিরোধে গত ২৬ মার্চ থেকে ৩০ মে পর্যন্ত সরকার ঘোষিত সাধারণ ছুটির মধ্যে জরুরি সেবা ছাড়া সব ধরনের যানবাহন চলাচল বন্ধ রাখা হয়। ৩১ জুন থেকে স্বাস্থ্যবিধি মেনে সীমিত পরিসরে অফিস চালু করা হয়। একই ভাবে শুরু হয় গণপরিবহন চলাচল। কিন্তু মাদ্রাসা বাদে শিক্ষাপ্রতিষ্ঠান এখনো বন্ধ রয়েছে। Share this:FacebookX Related posts: করোনায় পিছিয়ে যেতে পারে এইচএসসি পরীক্ষা করোনায় বিপাকে পড়েছেন নিম্ন আয়ের মানুষ শেখ হাসিনার সমবেদনা: করোনায় আক্রান্ত ব্রিটিশ প্রধানমন্ত্রীকে দেশে করোনায় আরও দুজনের মৃত্যু, আক্রান্ত বেড়ে ৭০ করোনায় মৃতের সংখ্যা বেড়ে ৯, আক্রান্তের সংখ্যা ৮৮ করোনায় মৃত্যুর মিছিলে আরও ৪৫ জন করোনায় ঢাকা বিভাগে বেশি প্রাণহানী করোনায় একদিনে আড়াই হাজারের বেশি সুস্থ করোনায় মৃত্যুর মিছিলে আরও ৩২ জন করোনায় মৃত্যু কমলেও বেড়েছে আক্রান্ত করোনায় আক্রান্ত ১০১৪ জন করোনায় আক্রান্ত ৪৪৩ জন SHARES Matched Content জাতীয় বিষয়: আরও ২১ জনের মৃত্যুকরোনায়