বিচারকদের করোনা চিকিৎসা দেবে ইউনিভার্সেল মেডিকেল

প্রকাশিত: ৭:০৭ অপরাহ্ণ, জুন ১২, ২০২০

অনলাইন ডেস্ক : বাংলাদেশের অধঃস্তন আদালতের বিচারকদের করোনা ভাইরাসসহ বিভিন্ন রোগের চিকিৎসা সেবা দিতে বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিস এসোসিয়েশনের সঙ্গে সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে ইউনিভার্সেল মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতাল লিমিটেড।

বৃহস্পতিবার আইন মন্ত্রণালয়ের সভাকক্ষে এ সমঝোতা স্মারক সাক্ষরিত হয়। এতে সহযোগিতা করেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক।

আইন ও বিচার বিভাগের সচিব মো. গোলাম সারওয়ারের উপস্থিতিতে বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিস এসোসিয়েশনের পক্ষে সভাপতি মো. হেলাল চৌধুরী ও মহাসচিব বিকাশ কুমার সাহা এবং ইউনিভার্সেল মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতাল লিমিটেডের পক্ষে ব্যবস্থাপনা পরিচালক ড. আশীষ কুমার চক্রবর্তী চুক্তিতে স্বাক্ষর করেন।

এ সময় আইন ও বিচার বিভাগের যুগ্ম সচিব উম্মে কুলসুমসহ ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। এই চুক্তির আওতায় বাংলাদেশের যেকোনে বিচার বিভাগীয় কর্মকর্তা অসুস্থ হলে অগ্রাধিকারভিত্তিতে উক্ত হাসপাতাল থেকে চিকিৎসা সেবা পাবেন তারা।