আত্রাইয়ে লোকালয়ে হনুমান উৎসুক জনতার ভীড় দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম প্রকাশিত: ৬:৩২ অপরাহ্ণ, জুন ২, ২০২০ নাজমুল হক নাহিদ, আত্রাই (নওগাঁ) প্রতিনিধি : নওগাঁর আত্রাইয়ে গত তিন দিন ধরে একটি হনুমান দল ছুট হয়ে লোকালয়ে চলে এসেছে। এ হনুমানটিকে দেখতে শিশু নারীসহ শত শত উৎসুক জনতা ভীড় করছে। মঙ্গলবার সকালে উপজেলার ভবানীপুর বাজারে হনুমানটি দেখা যায়। স্থানীয় সূত্রে জানা যায়, হনুমানটি গত শনিবার দিবাগত রাতের যে কোন সময় দল ছুট হয়ে এ উপজেলায় চলে আসে। প্রথমে রবিবার সকালে স্থানীয় লোকজন হনুমানটিকে উপজেলার মালিপুকুর এলাকায় দেখতে পান। পরে মঙ্গলবার সকালে উপজেলার ভবানীপুর বাজারের করইগাছের একটি ডালে। হনুমানটি লাফিয়ে লাফিয়ে চলতে থাকে বাজারের বিভিন্ন দোকানের চালে ও গাছের ডালে ডালে। মুহুর্তের মধ্যে খবর ছড়িয়ে পড়লে উৎসুক জনতা ভীড় জমায়। পরে হনুমানটি রাস্তা বেয়ে উত্তর দিকে চলে যেতে থাকে। রায়পুর গ্রামের বিপ্লব কুমার বলেন, এ হনুমানটি হঠাৎ আমরা বাজারে দেখতে পায়। এবং সে এক গাছ থেকে আরেক গাছে, এক দোকান থেকে আরেক দোকানের চালে যেতে থাকে। আমরা তাকে বিরক্ত না করে খাবার দিচ্ছি। এ বিষয়ে উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা রুবাইত রেজা বলেন, সংবাদটি এই প্রথম আমরা শুনলাম। স্থানীয় বন বিভাগ চাইলে আমরা একসাথে হনুমানটি আটক করে যে কোন চিড়িয়াখানা বা বন্যপ্রাণী সংরক্ষণ অধিদপ্তরের কাছে হস্তাস্তর করতে পারি। তিনি এলাকার মানুষকে হনুমানটিকে উত্ত্যক্ত না করার পরামর্শও দেন। Share this:FacebookX Related posts: আত্রাইয়ে ননদের নির্যাতন সইতে না পেরে গৃহবধূর আত্মহত্যা আত্রাইয়ে লটারীর মাধ্যমে ইউনিয়ন রক্ষনাবেক্ষণ মহিলা কর্মী নিয়োগ আত্রাইয়ে পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত আত্রাইয়ে জরুরী তথ্য সেবা সহজেই পেতে মানচিত্র সম্বলিত বিলবোর্ড আত্রাইয়ে আরও এক যুবকের শরীরে করোনা শনাক্ত, উপজেলায় মোট আক্রান্ত-৬ আত্রাইয়ে কৃষকের ধান কেটে বাড়ি পোঁছে দিল ছাত্রদল আত্রাইয়ে দুই বছরেও মেলেনি বিদুৎ : ২৬ পরিবারের মাঝে হতাশার ছাপ আত্রাইয়ে পুকুরে বিষ প্রয়োগ করে প্রায় ৪ লাখ টাকার মাছ নিধন আত্রাইয়ে থমকে গেছে কাগজের ফুল ব্যবসায়ীদের জীবন যাত্রা আত্রাইয়ে গলায় ফাঁস দিয়ে নবম শ্রেণীর ছাত্রীর আত্মহত্যা আত্রাইয়ে বন্যার পানিতে জেলেদের মাছ শিকারের ধুম পড়েছে আত্রাইয়ে আহসানগঞ্জ হাট সংলগ্ন ব্রিজ হুমকির সম্মুখিন SHARES Matched Content দেশের খবর বিষয়: আত্রাইয়েউৎসুক জনতার ভীড়লোকালয়েহনুমান