গৌরীপুরে ঈদের আগে ২ হাজার পরিবারকে দেয়া হবে খাদ্য সহায়তা

প্রকাশিত: ৮:৫১ অপরাহ্ণ, মে ১৭, ২০২০

কমল সরকার’গৌরীপুর : ঈদের আগেই প্রধানমন্ত্রী’র দেয়া চাল ৯শ পরিবারের মাঝে ও পৌর ত্রান তহবিল থেকে ১১শ পরিবারসহ ২ হাজার কর্মহীন,দরিদ্র অসহায় পরিবারকে খাদ্য সহায়তা দেয়া হবে।

এ ঘোষনা দিয়েছেন ময়মনসিংহের গৌরীপুর পৌরসভার মেয়র সৈয়দ রফিকুল ইসলাম। তিনি বলেছেন ঈদের আগেই এসকল খাদ্য সামগ্রী অসহায়দের বাড়ী বাড়ী পৌঁছে দেয়া হবে।

খাদ্য সামগ্রীর মাঝে থাকবে মাননীয় প্রধান মন্ত্রীর দেয়া ১০ কেজি চাল, আর পৌরসভার ত্রান তহবিল থেকে দেয়া হবে চাল,সেমাই,কিসমিস,দুধ ও চিনি।

পৌর মেয়র বলেছেন পৌরসভার দায়িত্বরত ট্যাগ অফিসারকে সাথে নিয়ে ৯ টি ওয়ার্ড এর স্ব স্ব কাউন্সিলরদের মাঝে এ সকল খাদ্য সামগ্রী বিতরণের জন্য বুঝিয়ে দেয়া হয়েছে। যাতে করে ঈদের আগে দ্রুত সময়ে তা অসহায়দের মাঝে পৌঁছাতে পারে।

তিনি পৌরবাসীর প্রতি বিনীত আহবান জানিয়ে বলেন’ আমরা পৌর পরিষদ আপনাদের পাশে আছি, থাকবো। দয়া করে আপনারা ঘরে থাকুন, নিজে সুস্থ থাকুন ও আপনার পরিবারকে সুস্থ রাখুন।