ত্রাণ আত্মসাতে চেয়ারম্যানসহ বরখাস্ত ৩

প্রকাশিত: ১০:৩৮ অপরাহ্ণ, মে ১২, ২০২০

অনলাইন ডেস্ক : সরকা‌রি ত্রাণ সহায়তা আত্মসাতের অভিযোগে আরও এক ইউ‌পি চেয়ারম্যান ও দুই মেম্বারকে সাম‌য়িক বরখাস্ত করেছে স্থানীয় সরকার বিভাগ।মঙ্গলবার স্থানীয় সরকার বিভাগের এক আদেশে এ তথ্য জানানো হয়েছে।

সাময়িকভাবে বরখাস্তকৃতরা হলেন—হবিগঞ্জ জেলার শায়েস্তাগঞ্জ উপজেলার নুরপুর ইউপি চেয়ারম্যান মুখলিছ মিয়া, রাজশাহী জেলার চারঘাট উপজেলার নিমপাড়া ইউপি’র ৩ নম্বর ওয়ার্ডের সদস্য মো. আকবর আলী এবং ভোলা জেলার চরফ্যাশন উপজেলার আহাম্মদপুর ইউপি’র ১ নম্বর ওয়ার্ডের সদস্য মো. কামাল হোসেন। সরকা‌রি ত্রাণ সামগ্রী আত্মসাতের দায়ে আজ পর্যন্ত ৫৫ জন জনপ্র‌তি‌নি‌ধিকে সাময়িকভাবে বরখাস্ত করেছে স‌রকার।