কুড়িগ্রামে নতুন ডিসি রেজাউল করিম

প্রকাশিত: ১:০৮ পূর্বাহ্ণ, মার্চ ১৭, ২০২০
কুড়িগ্রামে নতুন ডিসি রেজাউল করিম

অনলাইন ডেস্ক : সাংবাদিককে গভীর রাতে বাড়ি থেকে তুলে নিয়ে জেল-জরিমানা দেওয়ার ঘটনায় কুড়িগ্রামের জেলা প্রশাসক (ডিসি) মোছা. সুলতানা পারভীনকে প্রত্যাহার করে নতুন জেলা প্রশাসক (ডিসি) নিয়োগ দেওয়া হয়েছে। নতুন জেলা প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব মো. রেজাউল করিম।

সোমবার রাষ্ট্রপতির আদেশক্রমে সিনিয়র সহকারী সচিব শেখ রাসেল হাসান স্বাক্ষরিত এক আদেশে তাকে নিয়োগ দেয়া হয়। এর আগে গত শুক্রবার মধ্যরাতে বাড়িতে হানা দিয়ে ধরে নিয়ে মোবাইল কোর্টের মাধ্যমে অনলাইন নিউজ পোর্টাল বাংলা ট্রিবিউনের কুড়িগ্রাম প্রতিনিধি আরিফুল ইসলামকে সুলতানা পারভীনের নেতৃত্বে এক বছরের কারাদণ্ড দেয় জেলা প্রশাসন।

আরিফুলের বাসায় আধা বোতল মদ ও দেড়শ গ্রাম গাঁজা পাওয়া গেছে-এই অভিযোগে তাকে কারাদণ্ড দেওয়া হয়। এই ঘটনা ব্যাপক সমালোচিত হলে এর তদন্ত করার নির্দেশ দেওয়া হয়।

প্রাথমিক তদন্ত প্রতিবেদনে অভিযোগের সত্যতা পাওয়া গেছে জানিয়ে রোববার দুপুরে জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন সাংবাদিকদের বলেন, ‘কুড়িগ্রামের ডিসি সুলতানা পারভীনকে প্রত্যাহার করা হচ্ছে।’

কারাদণ্ড দেওয়ার ঘটনায় আজ সোমবার কুড়িগ্রামের জেলা প্রশাসক (ডিসি) মোছা. সুলতানা পারভীনকে প্রত্যাহার করা হয়। উপ-সচিব পদমর্যাদার কর্মকর্তা সুলতানাকে পরবর্তী পদায়নের জন্য জনপ্রশাসন মন্ত্রণালয়ে ন্যস্ত করে আদেশ জারি করা হয়েছে।