করোনায় যে কোনো সময় সংক্রমিত হতে পারে বাংলাদেশ দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম প্রকাশিত: ৫:৪৮ অপরাহ্ণ, মার্চ ৭, ২০২০ অনলাইন ডেস্ক : বিশ্ব পরিস্থিতি অনুযায়ী যে কোনো সময় বাংলাদেশেও করোনার সংক্রমিত হতে পারে বলে জানিয়েছেন আইইডিসিআরের পরিচালক ডা. মীরজাদি সেব্রিনা ফ্লোরা। তিনি বলেন, এতে আতঙ্কিত হওয়ার কিছু নেই। শনিবার (৭ মার্চ) দুপুরে মহাখালীর স্বাস্থ্য অধিদপ্তরে করোনা ভাইরাস নিয়ে ব্রিফিংয়ে তিনি এসব জানান। সেব্রিনা ফ্লোরা জানান, দেশে ১১১ জনকে পরীক্ষা করা হয়েছে। কারও শরীরে করোনার উপস্থিতি পাওয়া যায়নি। যারা করোনা ভাইরাস আক্রান্ত দেশ থেকে এসেছেন এবং করোনার উপসর্গ রয়েছে, তাদের গণপরিবহন এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হয়েছে। এছাড়া যাদের শ্বাসকষ্ট রয়েছে, তাদের হাসপাতালে গিয়ে পরীক্ষা করার পরামর্শ দেন তিনি। প্রয়োজনে আইইডিসিআরের হটলাইনে যোগাযোগ করার কথা জানান তিনি। Share this:FacebookX Related posts: করোনায় আক্রান্ত রোগী বহনে বিশেষ হেলিকপ্টার করোনায় নতুন আক্রান্ত ২০৯, প্রাণ গেল আরও ৭ জনের করোনায় প্রাণ গেলো আরও ৩৭ জনের করোনায় দীর্ঘ হচ্ছে লাশের মিছিল করোনায় মৃত্যুর মিছিলে আরও ৪১ জন করোনায় ২৪ ঘণ্টায় মৃত্যুর মিছিলে ৩৮ জন করোনায় আরও ৪৪ মৃত্যু , শনাক্ত ৩২০১ করোনায় মৃত্যু কমলেও বেড়েছে আক্রান্ত করোনায় আক্রান্ত ১০১৪ জন টিকা চেয়েছে হাঙ্গেরি, ৫০০০ ডোজ দেবে বাংলাদেশ মিয়ানমারের পরিস্থিতি পর্যবেক্ষণ করছে বাংলাদেশ: পররাষ্ট্রমন্ত্রী করোনায় আক্রান্ত ৪৪৩ জন SHARES Matched Content জাতীয় বিষয়: করোনায়বাংলাদেশযে কোনো সময়সংক্রমিত হতে পারে