ভয় পাওয়ার কিছু নেই: কাদের দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম প্রকাশিত: ১২:৫৪ পূর্বাহ্ণ, অক্টোবর ২৮, ২০২৩ অনলাইন ডেস্ক ; আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, নির্বাচনকে সামনে রেখে ভয় পাওয়ার কিছু নেই। তত্ত্বাবধায়ক সরকারের মাধ্যমে অপশক্তির হাতে ক্ষমতা তুলে দেবে না আওয়ামী লীগ। সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী কাদের বলেন, নির্বাচনে আমরা শান্তিপূর্ণ পরিবেশ চাই। বিশৃঙ্খলা সৃষ্টি করে নির্বাচনের পরিবেশ নষ্ট করতে চায় বিএনপি। এজন্য সতর্কতা প্রয়োজন। যেকোনো উপায়ে সহিংসতা প্রতিহত করতে হবে। শুক্রবার বিকালে শান্তি ও উন্নয়ন সমাবেশের আগের দিন রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।ওবায়দুল কাদের বলেন, শনিবার শান্তিপূর্ণ সমাবেশের মাধ্যমে আওয়ামী লীগ দেখিয়ে দিতে চায় তারা অশান্তির বিরুদ্ধে। দলীয় নেতাকর্মীদের সতর্ক পাহারায় থাকার আহ্বান জানিয়ে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, সাম্প্রদায়িক শক্তিকে সঙ্গে নিয়ে অশুভ খেলার পরিকল্পনা করছে বিএনপি। নির্বাচন হেরে যাওয়ার ভয়ে সন্ত্রাসের পথ বেছে নিয়েছে তারা। ওবায়দুল কাদের বলেন, মুক্তিযুদ্ধের পর আরেক মুক্তিযুদ্ধ আগামীর নির্বাচন। অপশক্তি চিরতরে বিলীন করতে মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তিকে ঐক্যবদ্ধ হতে হবে। Share this:FacebookX Related posts: জনগণের ভাষা বুঝতে না পারাই বিএনপির ব্যর্থতা : কাদের আ.লীগ প্রার্থী জয়ী হবে, এটাই স্বাভাবিক : কাদের তারেকের হাওয়া ভবন ফিরে পেতে আন্দোলন করছে বিএনপি: কাদের আগুন লাগানোর প্রাকটিস বিএনপির আছে: কাদের ১/১১ এর মতো পক্ষপাতদুষ্ট তত্ত্বাবধায়ক সরকার চায় বিএনপি: কাদের অনিয়মের বিরুদ্ধে শেখ হাসিনা সরকারের অবস্থান কঠোর: কাদের জনগণের ঈদ যাত্রা করতে হবে নির্বিঘ্ন: কাদের ঈদের শক্তি হোক জীবনযুদ্ধে ঘুরে দাঁড়ানোর প্রত্যয়: কাদের সিরিজ বোমা হামলার মাস্টারমাইন্ড বিএনপি: কাদের ইশরাকের নেতৃত্বে ধর্ষণবিরোধী মিছিল ‘বিএনপিকে নেতৃত্ব শূন্য করার চেষ্টা করছে সরকার’ ‘বিএনপি আন্দোলনে পরাজিত’-ওবায়দুল কাদের SHARES Matched Content জাতীয় বিষয়: কাদেরকিছু নেইভয় পাওয়ার