জনগণের ঈদ যাত্রা করতে হবে নির্বিঘ্ন: কাদের দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম প্রকাশিত: ৮:৪০ অপরাহ্ণ, জুলাই ২২, ২০২০ নিজস্ব প্রতিবেদক : ঈদে গ্রামমুখী মানুষকে সতর্ক থাকার অনুরোধ জানিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, সামাজিক দূরত্ব ও স্বাস্থ্যবিধি মেনে যাতায়াত করতে হবে। বুধবার দুপুরে সড়ক ও জনপথ অধিদপ্তরের নবনির্মিত ভবনে ঈদ সামনে রেখে দেশের সড়ক-মহাসড়কের পরিস্থিতি নিয়ে প্রকৌশলীদের সঙ্গে মতবিনিময় সভায় ভিডিও কনফারেন্সে যুক্ত হয়ে এসব কথা বলেন তিনি। ওবায়দুল কাদের বলেন, ‘ঈদের আগের সাতদিন ও পরের সাতদিন ফ্লাইওভার, আন্ডারপাসসহ চলমান কাজ জনস্বার্থে বন্ধ রাখতে হবে। আপনারা জানেন, সরকার ইতোমধ্যে ঈদে কর্মস্থল ত্যাগ না করার জন্য নির্দেশনা জারি করেছে। তাই, আপনারা নিজ নিজ কর্মস্থলে অবস্থান করবেন।’ সেতুমন্ত্রী বলেন, ‘আপনারা জানেন ১ আগস্ট উদযাপিত হতে যাচ্ছে ঈদ উল আযহা। কঠিন এক বাস্তবতায় আমরা এবার ঈদ উদযাপন করতে যাচ্ছি। একদিকে বৈশ্বিক মহামারী করোনার সংক্রমণের ঝুঁকি। অন্যদিকে ক্রমশ ছড়িয়ে পড়া বন্যা। সরকার নানা দিক বিবেচনায় নিয়ে জনস্বার্থে গণপরিবহন চলাচল অব্যাহত রাখার সিদ্ধান্ত নিয়েছে। তাই করোনার পাশাপাশি শ্রাবণের অবিরাম বৃষ্টি সড়ক-মহাসড়ক ব্যবস্থাপনা, সুরক্ষা এবং তাৎক্ষণিক মেরামতে অতীতের মতো সড়ক ও জনপথ বিভাগকে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে। জনগণের ঈদ যাত্রা করতে হবে নির্বিঘ্ন।’ বিভিন্ন সড়ক-মহাসড়কে অপেক্ষাকৃত পুরাতন ও ঝুঁকিপূর্ণ সেতুর বিষয়ে বিশেষ নজরদারি জোরদারের কথা উল্লেখ করে মন্ত্রী বলেন, ‘বৃষ্টি ও বন্যার পানির প্রবাহ এবং অতিরিক্ত গাড়ির চাপে যেকোনো সময় ঝুঁকিপূর্ণ সেতু ক্ষতিগ্রস্ত হতে পারে।’ যে সব এলাকায় তৈরি পোশাক শিল্পের কারখানা রয়েছে, সেসব এলাকায় ঘরমুখো যাত্রীদের বাড়তি চাপ মোকাবিলায় সংশ্লিষ্ট অংশীজনদের সাথে সমন্বয় করে আগাম পরিকল্পনা গ্রহণে মন্ত্রী সওজ’কে নির্দেশ দেন। এসময় সড়ক ও জনপথ অধিদপ্তরের প্রধান প্রকৌশলী মো. শাহরিয়ার হোসেনের সভাপতিত্বে ভিডিও কনফারেন্সে আরও উপস্থিত ছিলেন- অতিরিক্ত প্রধান প্রকৌশলী মনির হোসেন পাঠানসহ বিভিন্ন সড়ক জোনের অতিরিক্ত প্রধান প্রকৌশলীরা। Share this:FacebookX Related posts: জনগণের ভাষা বুঝতে না পারাই বিএনপির ব্যর্থতা : কাদের খালেদার জামিনের এখতিয়ার আদালতের : কাদের সরকার ঘোষিত স্বাস্থ্যবিধি মেনে পশু ক্রয়-বিক্রয় করতে হবে অনিয়মের বিরুদ্ধে শেখ হাসিনা সরকারের অবস্থান কঠোর: কাদের ঈদের শক্তি হোক জীবনযুদ্ধে ঘুরে দাঁড়ানোর প্রত্যয়: কাদের জনগণের ভালো-মন্দ দেখার দায়িত্ব আমাদের: প্রধানমন্ত্রী সরকার জনগণের মানসিক স্বাস্থ্য উন্নয়নে কাজ করে যাচ্ছে সড়কে শৃঙ্খলা পুরোপুরি আসেনি : কাদের শিগগিরই পূর্ণাঙ্গভাবে সড়ক আইন কার্যকর হবে : কাদের আ.লীগ প্রার্থী জয়ী হবে, এটাই স্বাভাবিক : কাদের বিদ্রোহী প্রার্থীদের খারাপ পরিণতি ভোগ করতে হবে : কাদের ‘১৭ কোটি জনগণের ৩৪ কোটি হাত কাজে লাগাতে হবে ‘ SHARES Matched Content জাতীয় বিষয়: ঈদ যাত্রাকরতে হবেকাদেরজনগণেরনির্বিঘ্ন