শনিবার নয়াপল্টনে বিএনপির সমাবেশ দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম প্রকাশিত: ১০:৫৬ অপরাহ্ণ, মে ১০, ২০২৩ অনলাইন ডেস্ক : আগামী শনিবার রাজধানীর নয়াপল্টনে সমাবেশের কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। দলটির চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তিসহ ১০ দফা দাবি আদায়, গায়েবি মামলায় নির্বিচারে গ্রেপ্তার, মিথ্যা মামলা ও পুলিশি হয়রানির প্রতিবাদে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপির উদ্যোগে দুপুর ২টায় দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এ সমাবেশ অনুষ্ঠিত হবে। বুধবার রাতে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলন থেকে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এ কর্মসূচি ঘোষণা করেন।তিনি জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের রাজনৈতিক পরিস্থিতি এক উপসংহারহীন অবস্থার দিকে টেনে নিয়ে যাচ্ছেন। গায়েবি মামলা এই সরকারের উদ্দেশ্যপ্রণোদিত অস্ত্র হিসেবে ব্যবহৃত হচ্ছে। বিএনপির মৃত নেতা, অসুস্থ নেতা ও বিদেশে অবস্থান করছেন এমন নেতাদের নামেও গায়েবি মামলা দিয়ে আওয়ামী লীগ সরকার দেশে-বিদেশে তামাশার পাত্রে পরিণত হয়েছে। রিজভী বলেন, এই সরকারের অনাচারের বিরুদ্ধে জনগণ ফুঁসে উঠেছে। সরকারের বিরুদ্ধে এই মুহূর্তে একযোগে মাঠে নামাটা এখন নাগরিক কর্তব্য। দলমত-পেশা নির্বিশেষে সকলকে ঐক্যবদ্ধভাবে রাজপথে ঝাঁপিয়ে পড়তে হবে। Share this:FacebookX Related posts: খালেদার বিদেশে চিকিৎসার দাবিতে রাজধানীতে বিএনপির সমাবেশ যেকোনো সমস্যায় আমি আপনাদের সঙ্গে আছি : ইশরাক প্রচারণায় হামলার পর তাবিথের ঘোষণা মাঠে থাকার ‘নির্দেশ দিলে তাবিথের একটি পোস্টারও থাকত না’ সম্মিলিত প্রয়াসে করোনাকে পরাজিত করব স্বাধীনতা দিবসে আ. লীগের সব কর্মসূচি বাতিল নাসিমের অস্ত্রোপচার সফল দ্বিতীয়বার পরীক্ষায় নাসিমের করোনা নেগেটিভ, অবস্থা অপরিবর্তিত বিএনপি আন্দোলন ও নির্বাচন দুটোতেই পরাজিত: কাদের বিএনপির ৪২তম প্রতিষ্ঠাবার্ষিকীতে যে কর্মসূচি ছিল চিকিৎসার জন্য সিঙ্গাপুর গেলেন মির্জা ফখরুল ‘আন্দোলনের মধ্য দিয়ে এই সরকারকে সরাতে হবে’ SHARES Matched Content ঢাকা বিভাগ বিষয়: নয়াপল্টনেবিএনপির সমাবেশশনিবার