যেকোনো সমস্যায় আমি আপনাদের সঙ্গে আছি : ইশরাক দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম প্রকাশিত: ৩:২২ অপরাহ্ণ, জানুয়ারি ১১, ২০২০ স্টাফ রিপোর্টার : দলীয় নেতাকর্মী ও ভোটারদের উদ্দেশে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন (ডিএসসিসি) নির্বাচনে বিএনপি মনোনীত মেয়র প্রার্থী ইশরাক হোসেন বলেছেন, ‘যেকোনো সমস্যায় আমি নিজে আপনাদের সঙ্গে আছি। আমরা পুলিশকে ভয় পাই না। আমরা মুক্তিযোদ্ধার জাতি। গত ১৩ বছর যারা ক্ষমতায় রয়েছে আমরা তো দেখেছি তারা কী করতে পারে। তাদের কোনো জনসমর্থন নেই। তাদের পাশে আজ ভোটাররা নেই। এ জন্য তারা প্রশাসনকে ব্যবহার করে এই নির্বাচনের ফলাফলকে পাল্টে দেয়ার চেষ্টা করছে। আমরা শহীদ জিয়ার সৈনিকেরা এর দাঁতভাঙা জবাব দেব।’ শনিবার (১১ জানুয়ারি) দুপুরে কমলাপুর রেলস্টেশন থেকে দ্বিতীয় দিনের মতো প্রচারণা শুরু করার আগে তিনি এ কথা বলেন। এ সময় বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুস সালাম ও যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকনসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। শীতের সময় গণসংযোগে নেতাকর্মীদের উপস্থিত হওয়ায় জন্য ধন্যবাদ জানিয়ে ইশরাক বলেন, ‘আসন্ন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন নির্বাচনে ব্যক্তি ইশরাক কিছুই না। এটা একটি দলের লড়াই, ধানের শীষের লড়াই। এটা মুক্তির লড়াই, আমাদের নেত্রীকে জেল থেকে বের করার লড়াই। আপনারা যদি দেশে শান্তি ফিরে পেতে চান, আপনাদের ভোটের অধিকার ফিরে পেতে চান, আপনারা যদি গণতন্ত্রকে রক্ষা করতে চান এবং দুর্নীতির যে মহোৎসব হচ্ছে তা থেকে মুক্তি পেতে চান তাহলে জোরালভাবে মাঠে থাকতে হবে। কোনোভাবেই আপনারা ভয় পাবেন না। ইনশাআল্লাহ জয় আমাদেরই হবে।’ ভোটারদের উদ্দেশে তিনি বলেন, ‘আপনারা জানেন যে, এখন একটি পরিবর্তন আনতে হবে। এই সরকারের অধীনে যারা মেয়রের দায়িত্ব পালন করেছেন তাদের তো আপনারা দেখেছেন। তারা এই শহরকে বিশ্বের সবচেয়ে বসবাসের অযোগ্য শহর বানিয়েছে। বায়ু দূষিত শহরের মধ্যে ঢাকা এক নম্বরে রয়েছে। নারী ও শিশুদের জন্য অনিরাপদ শহরের মধ্যে এ শহর এক নম্বরে এসেছে। এর থেকে উত্তরণের জন্য আপনারা আমাদেরকে ভোট দেবেন। একমাত্র আমরাই পারি এ শহরের পরিবর্তন আনতে।’ Share this:FacebookX Related posts: আতিকের বিরুদ্ধে অভিযোগ, ২ কার্যদিবসের মধ্যে প্রতিবেদন খালেদার সঙ্গে দেখা করবেন ইশরাক-তাবিথ মন্ত্রী-এমপিদের প্রয়োজন নেই, ক্লিন ইমেজের তাপস-আতিকুলই যথেষ্ট বিরোধীপক্ষ মিথ্যাচার করছে : আতিকুল জনস্বার্থে ২৪ ঘণ্টা নগর ভবন খোলা রাখব : তাপস ঢাকা সিটি করপোরেশন নির্বাচন: জয়ের ব্যাপারে আশাবাদী আ’লীগ প্রার্থীরা ঢাকা সিটি কর্পোরেশন নির্বাচন: দুই সিটির দায়িত্বেই আ’লীগ তিন আসনে উপনির্বাচন আজ উপ-নির্বাচনে অংশ নিবে না বিএনপি ডিসেম্বরে ২৩৪ পৌরসভায় ভোট ঢাকা-৫ ও নওগাঁ-৬ আসনে মনোনয়ন পেলেন যারা ধামরাইয়ে বিএনপি প্রার্থীর ভোট বর্জন SHARES Matched Content ঢাকা বিভাগ বিষয়: আমি আপনাদের সঙ্গে আছিইশরাকযেকোনো সমস্যায