বুধবার টুঙ্গিপাড়া যাচ্ছেন নবনির্বাচিত রাষ্ট্রপতি দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম প্রকাশিত: ৪:১১ অপরাহ্ণ, এপ্রিল ২৫, ২০২৩ অনলাইন ডেস্ক : নবনির্বাচিত রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন চুপ্পু জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করতে গোপালগঞ্জের টুঙ্গিপাড়া যাচ্ছেন বুধবার। রাষ্ট্রপতির এ সফর উপলক্ষে জেলা প্রশাসনের পক্ষ থেকে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। রাষ্ট্রপতির এ সফরকে ঘিরে জাতির পিতার সমাধি সৌধ কমপ্লেক্সে ধোয়া-মোছাসহ উন্নয়নমূলক কাজ ইতোমধ্যে সম্পন্ন করা হয়েছে। সমাধি সৌধ কমপ্লেক্সসহ আশপাশের এলাকায় নেয়া হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা। জেলা প্রশাসক কাজী মাহবুবুল আলম জানান, বুধবার বেলা সাড়ে ১২টার দিকে নবনির্বাচিত রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন চুপ্পু জাতির পিতার সমাধি সৌধে শ্রদ্ধা নিবেদন করতে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় আসবেন। বঙ্গবন্ধুর সমাধি সৌধ বেদীতে পুস্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানাবেন। পরে তিনি বঙ্গবন্ধু ও ১৯৭৫ সালের ১৫ অগাস্ট তাঁর পরিবারের শহীদ সদস্যদের রূহের মাগফেরাত কামনা করে ফাতেহা পাঠ, দোয়া ও বিশেষ মোনাজাতে অংশ নেবেন। তিনি জানান, এ সময় রাষ্ট্রপতিকে তিন বাহিনীর পক্ষ থেকে গার্ড অব অনার প্রদান করা হবে। শ্রদ্ধা নিবেদন শেষে তিনি সমাধি কমপ্লেক্সে রক্ষিত পরিদর্শন বইতে মন্তব্য লিখে স্বাক্ষর করবেন। মহামান্য রাষ্ট্রপতির এ সফরকে সুষ্ঠু ও সুন্দর করার জন্য সকল প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন করা হয়েছে। সকল রাষ্ট্রীয় কর্মসূচি শেষে রাষ্ট্রপতি ওইদিন বিকেলেই ঢাকায় ফিরে যাবেন। Share this:FacebookX Related posts: নবনির্বাচিত রাষ্ট্রপতি শপথ নেবেন ২৪ এপ্রিল ইসমত আরা সাদেক এমপি’র প্রতি রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন দেশে ডিভোর্সের হার অনেক বেড়েছে, এটা খুবই লজ্জাজনক: রাষ্ট্রপতি জাতীয় পতাকা বহনের সুযোগ সবার জীবনে আসে না : রাষ্ট্রপতি প্রণব মুখার্জির মৃত্যুতে বুধবার বাংলাদেশে রাষ্ট্রীয় শোক বুধবার থেকে ২২ দিন ইলিশ ধরা-বিক্রি নিষিদ্ধ বিশ্ব মান দিবস বুধবার শহীদ বুদ্ধিজীবীদের আদর্শ ও পথ অনুসরণ করতে হবে : রাষ্ট্রপতি স্বাধীনতার সুফল পেতে গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে হবে : রাষ্ট্রপতি মানসম্মত শিক্ষার সঙ্গে আপসের সুযোগ নেই : রাষ্ট্রপতি আতঙ্কিত না হয়ে স্বাস্থ্যবিধি মেনে চলুন: রাষ্ট্রপতি স্থগিত ইউপি ও উপনির্বাচনের বিষয়ে জানা যাবে বুধবার SHARES Matched Content জাতীয় বিষয়: টুঙ্গিপাড়া যাচ্ছেননবনির্বাচিতবুধবাররাষ্ট্রপতি