ইসমত আরা সাদেক এমপি’র প্রতি রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম প্রকাশিত: ১০:১১ অপরাহ্ণ, জানুয়ারি ২১, ২০২০ নিজস্ব প্রতিবেদক : রাষ্ট্রপতি মো. আব্দুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ বিকালে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় আওয়ামী লীগের (এএল) সংসদ সদস্য এবং সাবেক জনপ্রশাসন প্রতিমন্ত্রী ইসমত আরা সাদেক-এর কফিনে পৃথকভাবে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে তাঁর প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন। প্রথমে রাষ্ট্রপতি এবং পরে প্রধানমন্ত্রী ইসমত আরা সাদেক-এর কফিনে পুষ্পস্তবক অর্পণ করেন। ইসমত আরা সাদেক-এর স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানাতে পুষ্পস্তবক অর্পণের পর রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী কিছু সময় তাঁর কফিনের পাশে নিরবে দাঁড়িয়ে থাকেন। পরে দলের পক্ষ থেকে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা দলের সিনিয়র নেতাদের নিয়েও ইসমত আরা সাদেক-এর কফিনে পুষ্পস্তবক অর্পণ করেন। রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী পরে শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন এবং তাঁদের শান্তনা জানান। তাঁরা মরহুমার আত্মার মাগফিরাত কামনা করেন। এদিকে জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী ও ডেপুটি স্পিকার ফজলে রাব্বি মিয়া এবং চিফ হুইপ ও হুইপগণ মরহুমার কফিনে পুষ্পস্তবক অর্পণ করেন। জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতার পক্ষে দলের মহাসচিব মশিউর রহমান রাঙ্গা, এম পি ইসমত আরা সাদেক-এর কফিনে পুষ্পস্তবক অর্পণ করেন। এর আগে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় ইসমত আরা সাদেক-এর নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। নামাজে জানাজায় রাষ্ট্রপতি, মন্ত্রিসভার সদস্যগণ, ডেপুটি স্পিকার, চিফ হুইপ ও হুইপগণ, জাতীয় সংসদ সদস্যবৃন্দ এবং বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ অংশ নেন। এসময় মরহুমার আত্মার মাগফিরাত কামনা করে মোনাজাত করা হয়। যশোর-৬ আসন থেকে নির্বাচিত এমপি ইসমত আরা সাদেক ৭৮ বছর বয়সে আজ সকালে ঢাকার একটি হাসপাতালে ইন্তেকাল করেন। (বাসস) Share this:FacebookX Related posts: আল্লামা আশরাফ আলী’র মৃত্যুতে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শোক দক্ষতার পরিচয় দিচ্ছে পুলিশ বাহিনী: প্রধানমন্ত্রী সাধারণ মানুষকে ঘিরেই আমার সব কার্যক্রম-প্রধানমন্ত্রী বহির্বিশ্বে বাংলাদেশ এখন রোল মডেল : রাষ্ট্রপতি সরকারি শিল্প আলোর মুখ দেখে না : প্রধানমন্ত্রী বন্দর-জাহাজ নির্মাণ খাতে ইউএই’র বিনিয়োগ কামনা করেছেন প্রধানমন্ত্রী তিন দিনের সরকারি সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী করোনাকে সঙ্গী করেই জীবিকার জন্য কাজ চালু করতে হবে : প্রধানমন্ত্রী খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে কৃষি উৎপাদন বৃদ্ধির ধারা বজায় রাখুন : প্রধানমন্ত্রী ভাদ্র মাসের বন্যার বিষয়ে সতর্ক করলেন প্রধানমন্ত্রী করোনাকালীন নির্দেশনা মানার সময় হয়েছে আবার : প্রধানমন্ত্রী ঢাকা থেকে পায়রাবন্দর পর্যন্ত রেললাইন নিয়ে যাব : প্রধানমন্ত্রী SHARES Matched Content জাতীয় বিষয়: ইসমত আরা সাদেকএমপিপ্রধানমন্ত্রীরাষ্ট্রপতিশ্রদ্ধা নিবেদন